ভারত এবং বিশ্ববাজারে আগামী ২৩ মার্চ ওয়ানপ্লাসের ৯ সিরিজগুলি লঞ্চ করতে চলেছে। এছাড়াও ওয়ানপ্লাস ৯আর ও ওয়ানপ্লাস ৯ই মডেল লঞ্চ তে পারে বলেও শোনা যাচ্ছে। এই মডেলগুলি খুব সাশ্রয়ী হবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ওয়ানপ্লাসের সিইও পেটে লাউ ওয়ানপ্লাস ৯আর-এর অস্তিত্বের কথা মেনে নিয়েছেন এবং খুব শীঘ্রয় তা বাজারে লঞ্চ করতে পারে বলে তিনি জানিয়েছেন।
সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ওয়ানপ্লাসের সিইও পেটে লাউ সাক্ষাৎকার দেবার সময় ওয়ানপ্লাস ৯আর –এর কথা উল্লেখ করেছেন। পেটে লাউ কথা অনুযায়ী এই ওয়ানপ্লাস ৯আর ফোনটি কম দামে ফ্ল্যাগশিপ গ্রেড ফিচার বৈশিষ্ট সরবরাহ করতে সক্ষম হবে।
যদিও তিনি এই ফোনের ফিচার সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি ৫ জির ডিভাইস থাকতে পারে বলে একটি ইঙ্গিত দিয়েছেন। কারণ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ৫জি পরিষেবা ইন্টারনেটের গতিকে বাড়িয়ে থাকে। আর ওয়ানপ্লাসের সিইও এই কথার সুত্র ধরে মনে করা হচ্ছে ৯ সিরিজের ওয়ানপ্লাস ৯আর সিরিজটিতে থাকতে পারে ৫জি পরিষেবা।
পেটে লাউ এর কথা অনুযায়ী আসন্ন ওয়ানপ্লাসের ৯ সিরিজগুলির জন্য গেমের দিক থেকে বেশি ফোকাশ করছে কোম্পানি। তিনি জানিয়েছেন গেমের ক্ষেত্রে ভালো কন্ট্রোল, স্মুথ স্ক্রোলিং এবং সুপিরিয়র ভিউইং এক্সপ্রিরিয়েন্স মিলবে গ্রাহকদের। গ্রাহকরা সমস্ত ফ্যাগশিপ লেভেল এক্সপ্রিরিয়েন্স সাশ্রয়ী মূল্যে পাবে ওয়ানপ্লাস ৯আরে।
ওয়ান প্লাস ৯আর এর দাম নিয়ে কিছু জানাননি ওয়ানপ্লাসের সিইও পেটে লাউ। সাক্ষাৎকারে তিনি জানান, এই মুহুর্তে তারা ফোনের কোনো ফিচার ব্যাক্ষা করবে না। তবে ২০২১ সাল তাদের কাছে পাইপলাইন উন্নতির জন্য খুব গুরুত্বপূর্ণ বছর তা তিনি উল্লেখ করেছেন।
একটা গুঞ্জন উঠেছে এ ওয়ানপ্লাস ৯আর সিরিজে থাকতে পারে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে সঙ্গে ৯০হার্জ রিফ্রেস রেট। ফোনটি চলবে কোয়ালকম স্ন্যাপড্রগন ৮৬৫ চিপসেট পেয়ার্ডের সঙ্গে ৮জিবি র্যাম ও ১২৮জিবি ন্যাটিভ স্টোরেজ। এই নতুন ফোনে থাকতে পারে ৫০০০ মেগাহার্জ ব্যাটারির ব্যবস্থাও। ক্যামারের জন্য থাকতে পারে ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামারার ব্যবস্থা।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.