সুতীর্থার পর টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন শরথ-মনিকার, জুটিতে লুটি কোয়ালিফায়ার

বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়ের পর ২০২১ সালের টোকিও অলিম্পিকের মিক্সড ডবলস ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করলেন অচন্তা শরথ কমল ও মনিকা বাত্রা। কাতারের দোহায় চলতে থাকা এশিয়ান অলিম্পিক কোয়ালিফিকেশন টুর্নামেন্ট কাঁপালেন ভারতের দুই টেবিল টেনিস তারকা। মন জয় করলেন ক্রীড়া প্রেমীদের।

টোকিও অলিম্পিকের মিক্সড ডবলস

শনিবার এশিয়ান অলিম্পিক কোয়ালিফিকেশন টুর্নামেন্টের মিক্সড ডবলসের ফাইনালে কোরিয়ার লি সাংসু ও জিওন জিহির বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতের অচন্তা শরথ কমল ও মনিকা বাত্রা জুটি। ৪-২ গেমের ফাইনাল জেতার পাশাপাশি ২০২১ সালের টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারতীয় জুটি।

ভারতের দুর্দান্ত জয়

এশিয়ান অলিম্পিক কোয়ালিফিকেশন টুর্নামেন্টের মিক্সড ডবলসের ফাইনালের প্রথম গেম ১২-১০ পয়েন্টে জেতেন শরথ ও মনিকা। দ্বিতীয় গেমে ৯-১১ পয়েন্টে হারতে হয় ২০১৮ সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী ভারতীয় জুটি। ১১-৫ পয়েন্টে তৃতীয় গেম জেতেন মনিকা ও শরথ। ৫-১১ পয়েন্টে চতুর্থ গেম তাঁরা হেরেও যান। ম্যাচের শেষ দুটি গেম যথাক্রমে ১১-৮ ও ১৩-১১ পয়েন্ট জিতে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে ভারতের মিক্সড ডবলস জুটি।

অলিম্পিকের সিঙ্গলস ইভেন্ট

কাতারের দোহায় চলতে থাকা এশিয়ান অলিম্পিক কোয়ালিফিকেশন টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে স্বদেশী তথা শীর্ষ সারির মনিকা বাত্রার বিরুদ্ধে মোকাবিলায় নেমেছিলেন ২৫ বছরের সুতীর্থা মুখোপাধ্যায়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ধারেভারে এগিয়ে থাকা বাত্রাকে হারিয়েই দেন বাংলার মেয়ে। সেই সঙ্গে তিনি প্রথমবারের জন্য অলিম্পিকে খেলার যোগ্যতাও অর্জন করে ফেলেন।

অলিম্পিকে ভারতের আরও তিন

দোহা ইভেন্টে ক্রমতালিকার শীর্ষ স্থানের দ্বিতীয় প্লেসড খেলোয়াড় হওয়ার সুবাদে সুতীর্থা মুখোপাধ্যায়ের কাছে হেরেও একক ইভেন্টের জন্য টোকিও-র বিমান ধরার ছাড়পত্র পেয়ে যান মনিকা বাত্রা। পুরুষদের বিভাগে ভারতের অচন্তা শরথ কমল এবং জি সাথিয়ানও টোকিও অলিম্পিকের সিঙ্গলস ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছেন।

প্রতীকী ছবি

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

বিশ্বকাপের মঞ্চে করোনার দাপট, সংক্রমিত দুই ভারতীয় সহ তিন শুটার

More TOKYO OLYMPICS News