বাম থেকে রাম হওয়া বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষোভ শিলিগুড়িতে

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই নির্বাচিত প্রার্থীদের নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে জেলায় জেলায়। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত করেছে সদ্য সিপিআইএম থেকে বিজেপিতে যোগদান করা শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর শঙ্কর ঘোষকে। আর এই নিয়েই ক্ষোভ শিলিগুড়ির বিজেপি কর্মীদের মধ্যে। শনিবার শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন তারা।

বিজেপি কর্মীদের বক্তব্য, রাম থেকে বামে এসেই শঙ্কর ঘোষ টিকিট পেয়ে গেছেন। বিজেপির দার্জিলিং জেলার শিলিগুড়ির প্রাক্তন সভাপতি নিপেন দাস, কৃষ্ণেন্দু দে সহ বিজেপি নেতাদের অভিযোগ শঙ্কর ঘোষকে প্রার্থী করা ঠিক হয়নি। শঙ্কর ঘোষ লোভী, গিরগিটি। রং বদলে টিকিটের লোভে বিজেপিতে এসেছে শঙ্কর। বিজেপিতে এসে জয়লাভ করে পুনরায় শঙ্কর ঘোষ বামে চলে যাবে বলেও অভিযোগ করেন বিজেপির আদি সদস্যরা।

কেবলমাত্র শঙ্কর ঘোষকে নিয়ে ক্ষোভ নয় ক্ষোভ রয়েছে দার্জিলিং জেলার শিলিগুড়ির বিজেপির সাংগঠনিক সভাপতি প্রবীণ আগারওয়ালের বিরুদ্ধেও। বিজেপির পুরনো নেতাদের অভিযোগ, শিলিগুড়িতে দলীয় কার্যালয়ে কাজ করার জন্য দিল্লি থেকে সাত কোটি টাকা নিয়ে এসেছেন প্রবীণ আগারওয়াল। সেই টাকাও নয়ছয় হয়েছে। পাশাপাশি টিকিট দেওয়া নিয়েও খেলা হয়েছে। প্রাক্তন শিলিগুড়ি বিজেপি সভাপতি নিপেন দাস বলেন তারা এই প্রার্থীকে সমর্থন করছেন না। বর্তমান শিলিগুড়ি বিজেপির সাংগঠনিক সভাপতি প্রবীণ আগরওয়ালের বিরুদ্ধে অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগ এনে আদালতে মামলাও করবেন। যা চলছে তা ঠিক চলছে না বলে জানান বিজেপি নেতা ডাক্তার কৃষ্ণেন্দু দে।

West Bengal Election : ফের শুভেন্দুকে নিয়ে কটাক্ষ মমতার

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

মোদীর শাসনে এবার দুর্মূল্য হতে চলেছে বিমান যাত্রাও, ফের দাম বাড়ছে টিকিটের

More BJP News