মোদীর শাসনে এবার দুর্মূল্য হতে চলেছে বিমান যাত্রাও, ফের দাম বাড়ছে টিকিটের

হাওয়াই চটি পরে বিমানে। ক্ষমতায় আসার পর সরব হয়েছিল মোদী সরকার। আম আদমিও যাতে বিমানে তচড়তে পারেন তার জন্য কম খরচে বিমানের টিকিট বিক্রি করার বলেছিল সরকার। বছর ঘুরতে না ঘুরতেই সুর বদল। করোনার দোহাই দিয়ে বাড়ানো হচ্ছে বিমান ভাড়া। করোনা কালে সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল বিমান ক্ষেত্রে। এখনও তেমন ভাবে হাল ফেরেনি বিমান ক্ষেত্রের।এরই মধ্যে আবার মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে বিমান ভাড়ার সর্বনিম্ন ধাপ ৫ শতাংশ বাড়ানো হবে। কাজেই এবার আরও দামি হতে চলেছে বিমান যাত্রা।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন,বিমান ভাড়ার উর্ধ্বসীমা অপরিবর্তিতই থাকছে তবে সর্বনিম্ন ধাপে ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মাসেই কেন্দ্রীয় সরকার আন্তরাজ্য বিমান ভাড়ার সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই স্তরেই ১০ থেকে ৩০ শতাংশ বাড়িয়েছিল। ফের পরের মাসে আবার বিমান ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত চাপ বাড়বে বিমান ক্ষেত্রের এমনই মনে করা হচ্ছে।কারণ সর্বনিম্ন ধাপে বিমান ভাড়া বাড়ানোর অর্থই হল সাধারণ যাত্রীদের পকেটে টান পড়বে। কাজেই তাঁরা সহজে আর বিমান যাত্রা করতে চাইবেন না।

অর্থাৎ এক ৪০ মিনিট বিমানে সফর করতে গেলে বেশি ভাড়া দিতে হবে। শুক্রবার থেকেই কার্যকর হয়েছে সেই নিময়। ৪০ মিনিট বিমানে সফর করতে হহে ২৩১০টাকা বেশি ভাড়া গুণতে হবে যাত্রীদের। একা অন্তদেশীয় বিমানের ক্ষেত্রে। আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে সেটা আরও বেশি। কারণ সেক্ষেত্রে সর্বনিম্ন ধাপ হল ১৮০ থেকে ২১০ মিনিট বিমানে সফর। সেক্ষেত্রে যাত্রীদের ৭৫৬০ টাকা অতিরিক্ত ভাড়া গুণতে হবে।

করোনা ধাক্কা কাটিয়ে এখন অনেকটাই স্বাভাবিক বিমান ক্ষেত্র। কিন্তু তার পরেও আগেপ মতো যাত্রী সংখ্যা বাড়েনি। কাজেই করোনা লকডাউনের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি বিমান ক্ষেত্রগুলি।তারমধ্যে ভাড়া বাড়িয়ে সাময়িক ক্ষতি পূরণ করা কতটা সহজ হবে সেটা সন্দেহ রয়েছে।

West Bengal Election : দিদির হাত শক্ত করতেই এই যোগদান, বললেন তৃণা সাহা

করোনা দৈনিক সংক্রমণ বাংলায় ৪০০ ছুঁই ছুঁই, ভোটের মুখে উদ্বেগের ক্ষেত্র সেই কলকাতা

More FLIGHT News