গতকাল ২৫ হাজার ছাড়িয়েছিল। আজ সেটা একলাফ বেড়ে ২৭ হাজার ছাড়িয়ে গেল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মহারাষ্ট্রের করোনা ভাইরাসের সংক্রমণ। গতকালের থেকে মৃতের সংখ্যা এক ধাক্কায় বেড়ে ৯২ হয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ কাটিয়ে ১৩,৫৮৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেেল আদিত্য ঠাকরে। রাজ্যে পরিবেশ ও পর্যটন মন্ত্রী তিনি। আদিত্য নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। টুইটে আদিত্য লিখেছেন এই কয়েক দিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন করোনা বিিধ মেনে নিজেদের কোয়ারেন্টাইনে রাখেন। মহারাষ্ট্রের ৫ জেলায় করোনা সংক্রমণ সবচেয়ে বেশি। নাগপুর,পুণে, নাসিক, ঠানে, মুম্বই। করোনা আতঙ্কে নাগপুরে ২১ তারিখ পর্যন্ত লকডাউন জারি করা হয়েছে। অমরাবতী ও লাতুরে চলছে নাইট কার্ফু। মুম্বইয়েদাদর,কল্যাণ সহ একাধিক হাজার এলাকায় জামায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সেকেন্ড ওয়েভের মুখে দাঁড়িয়ে রয়েছে দেশ। গত বছর মার্চ মাসের মতোই এবছরও মার্চ মাসে ফের বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। দেশে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৪০,০০০ অতিক্রম করেছে করোনা সংক্রমণের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে করোনা মৃতের সংখ্যা গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন প্রায় ২০০ জন।