কলকাতা: ২০২১ এর সবে শুরু আর তাতেই এতো!
হইচই তো সত্যি হৈচৈ ফেলে দিয়েছে বাংলার ওটিটি জগতে! একের পর এক নতুন শো, নতুন কন্টেন্ট, ভিন্ন স্বাদের বিনোদন এখন হইচই-এর থালায়।
২০২১ এ হইচই-এর যা লিস্ট তাতে দর্শক এক প্ল্যাটফর্মেই পাবে সৃজিত মুখোপাধ্যায়, রাহুল বোস, পরমব্রত চট্টোপাধ্যায়, দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য সহ ওপর বাংলার বিখ্যাত বহু নাম। তাই শুধু ওয়েব সিরিজ নয় এবছর আছে ব্যাক টু ব্যাক ওয়েব ফিল্ম।
এই নিয়ে তৃতীয় বছরে পা দিলো বাংলার সবচেয়ে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। বিগত কয়েক বছর ধরে দুপুর ঠাকুরপো, কার্টুন, চরিত্রহীন, মন্টু পাইলট, রহস্য রোমাঞ্চ সিরিজ, দময়ন্তী, হ্যালো, মিস ম্যাচ, বন্য প্রেমের গল্প, তাসের ঘর, পাঁচ ফোড়নের মতন অসাধারণ কন্টেন্ট দর্শকে উপহার দিয়েছে হইচই। শুধু পুরোনো মুখের রিপিটেশন নয় বরং এক ঝাঁক নতুন তরুণ মুখ ও ট্যালেন্টের সঙ্গেও পরিচয় করিয়েছে এই প্ল্যাটফর্ম। এবছর এই দেশীয় স্ট্রিমিং জায়ান্টটি পর্দায় নিয়ে আসছে ১৮ টিরও বেশি শক্তিশালী এবং অপ্রতিরোধ্য গল্প। যা চাক্ষুস করা থেকে নিজেকে বিরত রাখা সত্যি দুষ্কর হতে চলেছে। দেখে নেওয়া যাক এবছরে কী কী আছে,বিনোদনের এই সান্তাক্লসের ঝুলিতে।
১. তানসেনের তানপুরা
২. অনির্বাণ চক্রবর্তী অভিনীত মারাদোনার জুতো
৩. সোহম-শ্রাবন্তী অভিনীত ‘দুজনে’
৪. অনন্যা চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় ও বিপুল পাত্র অভিনীত ‘মোহমায়া’।
৫. মোশাররফ করিম অভিনীত ‘মহানগর’
৬. ঋষভ বসু অভিনীত ‘শ্রীকান্ত’
৭. মনামী ঘোষ অভিনীত ‘মৌচাক’
৮. অনির্বাণ ভট্টাচার্যের পরিচালনায় ‘মন্দার’
৯. সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’
১০.অঞ্জন দত্তের প্রথম ওয়েব সিরিজ ‘মার্ডার ইন দ্য হিলস’
১১. সেই যে হলুদ পাখি সিজন ২
১২. পূজা বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘পাপ সিজন ২’
১৩. একেন বাবু সিজন ৫
১৪. ব্যোমকেশ সিজন ৭
১৫.পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘ট্যাংরা ব্লুজ’
১৬. সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’
১৭.দেব অভিনীত ‘গোলন্দাজ’
রাহুল বোস, দেব, অনির্বাণ ভট্টাচার্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী, সোহম, স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, মনামী ঘোষ, শাশ্বত চট্টোপাদ্যায়, অনির্বাণ চক্রবর্তী, অনিন্দিতা বসু , ত্রিধা চৌধুরী, অভিষেক, সৌম্য মুখোপাধ্যায়, শ্বেতা মিশ্র, সুস্মিতা চট্টোপাধ্যায়, দেবাশিস মণ্ডল সহ ওপর বাংলার মোশারফ করিম, বাধন, শমল মাওলাসহ আরও অনেক তারকা এবারের হইচই এর বিনোদনে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.