দেশজুড়ে 'হ্যাশট্যাগ রিপড জিনস' বিতর্কের মধ্যেই মহিলাদের পোশাক নিয়ে বিস্ফোরক তৃণমূল প্রার্থী

মেয়েদের ছেঁড়া জিনস পরা নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াতের মন্তব্যে দেশজুড়ে তরজা শুরু হয়েছে৷ ওই মন্তব্যের নিন্দা করে গর্জে ওঠে নেটিজেনরা৷ এরপরই 'হ্যাশট্যাগ রিপড জিনস' লিখে একের পর এক পোস্ট হতে শুরু করে সোশাল মিডিয়ায়।

চাপে পরে অবশেষে আজ ক্ষমা চান মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াতে। এই রেশ কাটতে না কাটতে ফের বিতর্ক। মহিলাদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন খোদ তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী! যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে।

পোশাক সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন মহিলাদের

মহিলাদের পোশাক একদিকে মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্ক। অন্যদিকে চিরঞ্জিতের মন্তব্যে বাংলায় জোর সমালোচনা। তৃণমূল প্রার্থী বনাম অভিনেতা বলেন, পোশাক সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন মহিলাদের। না থেমেই অভিনেতা বলেন, "শ্রাদ্ধবাড়ি আর ভিড় ট্রেনে যাতায়াত, দুই ক্ষেত্রে পোশাক কখনই এক হওয়া উচিত নয়। ডিস্কোতে গেলে সেখানেও পরিবেশ বিবেচনা করে পোশাক পরতে হবে মহিলাদের।" অভিনেতা তথা তৃণমূল প্রার্থীর এই মন্তব্য স্বাভাবিকভাবেই উসকে দিয়েছে বিতর্ক।

বাংলা সুরক্ষিত মহিলাদের জন্যে!

অভিনেতার মন্তব্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কটাক্ষ শুরু করেছেন নেটিজেনরাও। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় মহিলারা অত্যন্ত সুরক্ষিত। এমনটাই মন্তব্য চিরিঞ্জিতের।

বেফাঁস মন্তব্য নতুন কিছু নয়!

গত কয়েকদিন আগে বেফাঁস মন্তব্য করেছিলেন অভিনেতা চিরঞ্জিত। অভিনেতাদের বিজেপিতে যোগ প্রসঙ্গে বারাসত থেকেই তিনি বলেছিলেন, "আমাদের বাংলা ছবির অবস্থাটা খুব খারাপ। কোনও ছবি নেই। হাউস বন্ধ হয়ে গিয়েছে সব। শুটিং হচ্ছে না। তারপর এতদিন ধরে করোনার জন্য কাজ নেই। ফাংশনগুলো নেই। সেই জন্য একটুখানি সাফার করছে ইন্ডাস্ট্রিটা। তাই সেক্ষেত্রে বিকল্প কোনও একটা জায়গা চাইছে তাঁরা। সেক্ষেত্রে যাঁরা ভাবছেন বাংলায় কিছু হবে না, তাঁরা বিজেপিতে চলে যাচ্ছেন। ওখান থেকেই ট্র্যাকটা পাবে মনে করছেন।" তাঁর এই মন্তব্যে জোর সমালোচনা তৈরি হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই ফের মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য।

দলের বিরুদ্ধে বেসুরোও হয়েছিলেন!

টিকিট যদি দল না দেয় তা নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে টিকিট না পেলে রাজনীতি ছেড়ে দেবেন বলেও মন্তব্য করেছিলেন। বলেছিলেন, ফিরে যাবেন তাঁর পুরনো পেশায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনে এমনই জানান টলিউড অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। এই খবর প্রকাশ্যে উঠে আসতেই রাজ্য রাজনীতিতে ফের জোর জল্পনা শুরু হয়। যদিও এবার তাঁকে প্রার্থী করা হয়েছে। ভ্যাকসিনও নিয়ে নিয়েছেন। চলছে জোরদার প্রচারও। আর তার মধ্যে বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূলের এই প্রার্থী।

More WEST BENGAL ASSEMBLY ELECTION 2021 News