আর অন্ধকারে থাকবে না ভারতের কোনও গ্রাম, ১০ টাকায় এলইডি বাল্ব দেবে সরকার

কেন্দ্রীয় শক্তি ও নিউ ও রিনিউয়েবল বিদ্যুৎ মন্ত্রী রাজ কুমার সিং শুক্রবার গ্রামীণ উন্নয়নের জন্য কোনও সরকারি সমর্থন ও ভতুর্কি ছাড়া ১০ টাকায় প্রতি পিস এলইডি বাল্ব বিক্রি করার উচ্চাভিলাষী পরিকল্পনার সূচনা করেন।

বিশ্বের সবচেয়ে কম দামের এই এলইডি বাল্বগুলি রাজ্য দ্বারা পরিচালিত এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেডের সহায়ক সংস্থা কনভারজেন্স এনার্জিসার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে লিভারেঞ্জিং স্কেলের মাধ্যমে পেশ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে কেন্দ্রের আত্মনির্ভর ভারতের যোজনার সঙ্গে ভারতের জলবায়ু পরিবর্তন রণনীতি গ্রাম উজালা প্রকল্পটিকেও উৎসাহ দেওয়া হবে। বিহারের আরহা থেকে এই যোজনার প্রথম পদক্ষেপের সময়, আরহা, বারাণসী (‌উত্তরপ্রদেশ)‌, বিজয়ওয়াড়া (‌অন্ধ্রপ্রদেশ)‌, নাগপুর (‌মহারাষ্ট্র)‌ ও পশ্চিম তগুজরাতের গ্রামগুলিতে ১.‌৫ কোটি এলইডি বাল্ব বন্টন করা হবে।

এর আগে গ্রামে ৬০ কোটি এলইডি বাল্ব ১০ টাকা করে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল। ইইএসএল জানিয়েছে যে ভারত বর্তমানে মূল্যের হিসাবে বিশ্বের মধ্যে দ্বিতীয় সবচেয়ে বৃহৎ এলইডি বাজার হিসাবে পরিচিত এবং উজলা প্রকল্পটি ৯,৪২৮ মেগাওয়াটের উচ্চ বিদ্যুতের চাহিদা এড়াতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। সিইএলএল একটি বিবৃতিতে বলে, '‌গ্রাম উজালা কার্যক্রম কার্বন ক্রেডিটের মাধ্যমে সম্পূর্ণ অর্থায়ন করা হবে এবং ভারতে এই জাতীয় প্রথম কার্যক্রম।’‌ রাষ্ট্রপুঞ্জের ক্লিন ডেভলপমেন্ট মেকানিজম (‌সিডিএম)‌–এর আওতায় এই যোজনা কার্বন ক্রেডিটের দাবি করে। এছাড়াও নতুন যোজনার অন্তর্গত গ্রামের মানুষের থেকে সাধারণ ও সিএফএল বাল্ব নিয়ে নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, '‌কার্যক্রম চলাকালীন গ্রামের সুবিধাভোগীদের থেকে সাধারণ বাল্ব জমা করে তাঁদের ৩ বছরের গ্যারান্টি রয়েছে এমন ৭ ওয়াট ও ১২ ওয়াটের এলইডি বাল্ব দেওয়া হবে। গ্রাম উজালা প্রকল্প শুধুমাত্র ৫টি জেলার গ্রামে লাগু করা হয়েছে। একজন উপভোক্তাকে পাঁচটির বেশি বাল্ব দেওয়া যাবে না।’‌

মিড ডে মিলের খাদ্যদ্রব্যের বদলে এল গরুর খাবার! তীব্র চাঞ্চল্য পুনের স্কুলে

More VILLAGE News