ভোটমুখী বাংলায় জলপাইগুড়িতে ভয়াবহ বাস দুর্ঘটনা। বিয়েবাড়ির বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই মারা যান তিন জন। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটে। ময়নাগুড়ি থেকে বিয়েবাড়ির যাত্রীদের নিয়ে ফিরছিল মিনিবাসটি। মৃত ৩ জনই বাসের যাত্রী বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বিয়েবাড়ির যাত্রী বোঝাই মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আলু বোঝাই একটি লরির। এতো তীব্র ছিল সেই সংঘর্ষ যে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। ঘটনাস্থলেই বাসের ৩ জন মারা যান। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন যাত্রী। আহতদের মধ্যে শিশুও রয়েছে।জলপাইগুড়ি সুপার স্পেশািলটি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তাঁরা জানিয়েছেন রাতের রাস্তায় দুটি গাড়ির গতি প্রচণ্ড বেিশ থাকাতেই দুর্ঘটনাটি ঘটে। তবে এখনও পর্যন্ত দুটি গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়নি। বাস ও লরিটি বাজোয়াপ্ত করেছে পুলিশ। বেশি গতি থাকার কারণে চুই গাড়ির চালকই গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারেনি বলেই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ।