তিমিরকান্তি পতি, বাঁকুড়া: একজন সেলিব্রেটি হলে রাজনৈতিক দলের ভোটে লড়ার টিকিট পাওয়া সহজ। দাবি চিত্রাভিনেতা ও তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের। শুক্রবার দুপুরে বাঁকুড়ার কোতুলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঙ্গীতা মালিকের সমর্থণে এক রোড শো এ অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।
এদিন সাংবাদিকরা সাংসদ দেবকে প্রশ্ন করেন, বাঁকুড়ায় তাঁর সহকর্মী সায়ন্তিকা বন্দোপাধ্যায় তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন। তাঁর জয়ের ব্যাপারে নিশ্চয়তা কত খানি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, প্রত্যেক প্রার্থীকে নিজের মতো করে পরিশ্রম করতে হবে। সেলিব্রেটি বলেই তুমি সহজে জিতে যাবে এমনটা নয়। আমি নিজে দু’বার দাঁড়িয়েছি, প্রচুর পরিশ্রম করতে হয়েছে। এরপরেই সায়ন্তিকা সহ সকলের উদ্দেশ্যে দেব বলেন, ‘তুমি সেলিব্রেটি বলেই টিকিটটা পেয়ে যাচ্ছো। চেনা মুখ বলে এগিয়ে যাচ্ছো। কিন্তু মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার পরামর্শ দেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এদিন আরও বলেন, সারা রাজ্যের মানুষ এখনও দিদির সঙ্গেই আছেন। ২০২১ এ আরও ভালো ফল হবে।
বিগত ২০১৯ র লোকসভা ভোটের ফলাফলের নিরিখে জেলার ১২ কেন্দ্রেই পিছিয়ে তৃণমূল। এবারের বিধানসভা ভোটে কি তার প্রভাব পড়বে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তৃণমূলের এই তারকা সাংসদ বলেন, গত দেড় বছরে আমাদের নেতা কর্মীরা অনেক কাজ করেছেন। অনেক খানি বিশ্বাস অর্জন করতে পেরেছেন। তার ফল আমরা ২০২১ এ পাবো। একই সঙ্গে লোকসভা ও বিধানসভা ভোটের চরিত্রগত পার্থক্য রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল ফের রাজ্যে ক্ষমতায় ফিরছে বলে তিনি মনে করেন বলে জানান।
এদিন কোতুলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঙ্গীতা মালিকের সমর্থণে রোড শোতে অংশ নেন দেব। জয়পুর থেকে একটি ফুল দিয়ে সুসজ্জিত হুড খোলা গাড়িতে চেপে চাতরা মোড় পর্যন্ত আসেন তিনি। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকার পাশাপাশি রোড শোতে অংশ নেন অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.