ভোট বাক্স পাহারা দিন
এগরার সভা থেকে ভোট বাক্স লুঠের আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি ভোট বাক্স রক্ষার জন্য ভোটারদের এগিয়ে আসার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন এক মাস ভোট বাক্স পাহারা দিতে হবে। সকতর্কথাকতে হবে। ভোট বাক্স পাহারা দেওয়া আপনার দায়িত্বের মধ্যে পড়ে।কাজেই যতই কেন্দ্রীয় বাহিনী বলুক আমরা দেখে নেব। কিন্তু ভোট বাক্স পাহারা দেওয়া আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে।
পালটা জবাব দিয়েছেন শুভেন্দুও
পালটা প্রাক্তন দলনেত্রীকে 'রিগিংয়ের ক্যুইন' বলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। খোদ মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়েই ভোট লুঠের আশঙ্কা করেছেন তিনি। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। তিনি বলেছেন, 'রিগিংয়ের ক্যুইন বলছেন, ভোটে রিগিং হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে। সেই কারণেই তিনি চিন্তায় রয়েছেন। এমনকী, তিনি প্রশাসনের অপব্যবহার করছেন। পুলিশ নীরব দর্শকে পরিণত হয়েছে। কিন্তু, মানুষ আমাদের পাশে রয়েছে বলেই মন্তব্য শুভেন্দু অধিকারীকে।
শুভেন্দুকে নিশানা মমতার
এগরার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন তিনি। তিনি অভিযোগ করেছিলেন আগে পূর্ব মেদিনীপুরে আসতে হলে অনুমতি নিয়ে আসতে হত। গদ্দাররা সব বেইমানি করেছে। আজ বিজেপির প্রার্থী হয়েছে তারা। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল বিজেিপ প্রার্থী হয়েছেন মুকুল রায়। মুকুল রায়ও শুভেন্দু অধিকারীকে নিশানা করেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেছেন বলে মনেকরছে রাজনৈিতক মহল।
বিজেপিকে নিশানা মমতার
বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন বাইরে থেকে লোক এনে বুথ দখল করার চক্রান্ত করছে বিজেপি। বিজেপির সেই চক্রান্ত যাতে সফল না হয় তার জন্য বাংলার মহিলাদের এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি। বিজেপিকে গোল দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিতে বলেছেন মমতা। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মেয়েদের নিরাপত্তা থাকবে না দাবি করেছেন মমতা।