বিজেপিতে বিদ্রোহ, ১৫ জন নেতাকে বহিষ্কার
বিজেপিতে বিদ্রোহ আটকাতে অসম বিধানসভা প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ পাল-সহ ১৫ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিজেপির সাধারণ সম্পাদক রাজদীপ রায় জানান, দলের সিদ্ধান্ত অমান্য করায় দিলীপ পাল-সহ ১৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় গঠনতন্ত্রের ধারা মোতাবেক তাঁদের বহিষ্কার করা হয়েছে ৬ বছরের জন্য।
১১ জন বিধায়ককে না প্রার্থী করার সিদ্ধান্ত
অসমের ১২৬ আসনের মধ্যে ৯২ আসনে লড়ছে শাসক বিজেপি। বাকি ৩৪ আসনে বিজেপির সহযোগী অসম গণ পরিষদ ও ইউনাইডেট পিপলস পার্টি লিবালরকে ছেড়ে দিয়েছে তারা। বিজেপি এবার গত পাঁচ বছরের পারফরম্যান্স বিশ্লেষণ করে ১১ জন বিধায়ককে না প্রার্থী করার সিদ্ধান্ত নেয় এবং এই দলে রয়েছেন একজন মন্ত্রীও।
বিজেপির সিদ্ধান্ত মানতে না পেরে বিদ্রোহী
বিদায়ী বিধায়কদের অনেকেই বিজেপির এই সিদ্ধান্ত মানতে পারেননি। তাই তাঁরা বিদ্রোহী হয়ে ওঠেন। বিজেপিতে বিক্ষোভর আগুন বাড়তে থাকে। দলকে জবাব দিতে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় অনেকে। বিদায়ী বিধানসভার ডেপুটি স্পিকার দিলীপ পাল বিদ্রোহে নেতৃত্ব দেন।
বহিষ্কার করা হল বিজেপির যে ১৫ নেতাকে
এই দুঃসাহস মেনে নিতে না পেরেই বিজেপির পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়। ১৫ বিক্ষুব্ধ নেতাকে দলে থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত নেতারা হলেন দিলীপকুমার পাল, রাও গজেন্দ্র সিং, প্রিয়াঙ্কা নেওগা, লখেশ্বর মোরান, তরুণ সাহু, থৈবা সিং, আশিস হালদার, ক্ষিতিশরঞ্জন পাল, সীমা এনগিপি, হেমন্ত অধিকারী, দেবজিৎ মোরান, রাজেশ কিষাণ ও দিলীপ দে।