তৃণমূলের অর্থ 'টেরর-মার্ডার-করাপশন'!
এদিন রাজ্যে ভোট প্রচারে এসে ময়নার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দার সমর্থনে জনসভায় অংশ নেন শিবরাজ সিং চৌহান। সেই জনসভা থেকে শিবরাজ বলেন, 'তৃণমূল কংগ্রেস দল অর্থাৎ টিএমসির পুরো অর্থ হল টি মানে টেরর, এম মানে মার্ডার, সি মানে কোরাপশন।'
'পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঢেউ বইছে'
এদিন বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান আরও বলেন, 'পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঢেউ বইছে। ২ মে দিদি যাবে এবং বিজেপি আসবে। রাজ্য জুড়ে তৃণমূলের দুর্নীতি, কাটমানি, স্বজনপোষণ বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। ২ মে দিদি চলে গেলেই সব গুণ্ডাদের এক এক করে জেলে ভরা হবে। বাংলায় আর জঙ্গলরাজ চলবে না।'
দিদির অর্থ কী?
এদিন শিবরাজ সিং মমতাকেও কটাক্ষ করেন। দিদি শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, 'ডি ফর ডিক্টেটর, আই ফর ইনসেন্সিটিভ, ডি ফর ডিড অফ স্প্রেডিং ফিয়ার, আই ফর ইনকম্পিটেন্ট সিএম।' মানে, মমতা বন্দ্যোপাধ্যায় একনায়ক, অসংবেদনশীল, সবাইকে ভয় দেখিয়ে বেড়ান এবং একজন অযোগ্য মুখ্যমন্ত্রী। এদিন শিবরাজ আরও বলেন, ব্রিটিশরা বাংলা ভেঙে দুই ভাগ করেছিল আর এখন সেই বাংলায় হিন্দু-মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন মমতা।'
কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন শিবরাজ
এদিন পূর্ব মেদিনীপুরে এক বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন ময়না বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তারকা ক্রিকেটার অশোক দিন্দা। নিজেই সেই কথা টুইট করে জানান বিজেপি নেতা। পাশাপাশি সেই মুহূর্তের ছবি টুইটারে পোস্ট করেন শিবরাজ সিং চৌহান।