কী ঘটেছে?
মূলত , একাধিক ধারাবাহিক ও ছবিতে অভিনয়ের হাত ধরে জনপ্রিয় শিল্পী কৌশিক রায় কয়েক মাস আগেই বিজেপিতে যোগ দেন। দিলীপ ঘোষের হাত থেকে তুলে নেন বিজেপির পতাকা। আর বিজেপির বৃহস্পতিবারের প্রার্থী তালিকায় নাম দেখা যায় 'কৌশিক রায়' এর। কেন্দ্র ময়নাগুড়ি। আর এখান থেকেই বিভ্রান্তি।
বিভ্রান্তির কোন নাম ঘিরে ?
মূলত, ময়নাগুড়ির প্রার্থী কৌশিক রায়কে ঘিরে বিভ্রান্তি চরমে উঠেছে। অনেকেই ভেবেছেন যে এই কৌশিক রায় সম্ভবত অভিনেতা কৌশিক রায়। আর তার জেরেই অভিনেতার কাছে এসেছে বহু ফোন। তবে অভিনেতা সকলকেই বুঝিয়ে বলেছেন যে ২০২১ সালে বিধানসভা ভোটে ময়নাগুড়ি কেন্দ্রের প্রার্থী অন্য কৌশিক রায়। (ছবি সৌজন্য-সোশ্যাল মিডিয়া)
বিজেপির অন্দরে প্রার্থী হতে নারাজ ২ জন
এদিকে, সোমেন জায়া শিখা মিত্রকে প্রার্থী হিসাবে গতকালই ঘোষণা করে বিজেপি। তারপর শিখা নিজে জানান যে তিনি বিজেপির প্রার্থী হতে চান না। তিনি এই প্রার্থীপদ নিয়ে অসন্তোষ জানিয়েছেন। এদিকে সেই খবর পেয়ে সোমেন জায়াকে ফোনে প্রশংসা বার্তা দেন সোনিয়া। এমনই দাবি মিত্র পরিবারসূত্রে। এদিকে, মালা সাহার স্বামী তরুণ সাহা। তিনি নিজেই জানিয়েছেন যে তিনি তৃণমূলে আছেন। যা বিজেপির অস্বস্তিতে দাঁড়িয়েছে।
ক্ষোভ বিক্ষোভ অব্যাহত
বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে বিজেপির অন্দরে ক্ষোভ বিক্ষোভ অব্যাহত। পাণ্ডবেশ্বর থেকে শুরু করে জলপাইগুড়ি , মালদার মতো জায়গায় প্রার্থী ঘিরে বিক্ষোভ দেখা দিয়েছে। প্রবল অসন্তোষ কলকাতাতেও বাগুইআটির বুকে গতরাতে দেখা গিয়েছে।