নয়াদিল্লি: ২৮ মার্চ রবিবার পড়েছে দোলযাত্রা। যে দিনটিকে বসন্ত উৎসব হিসাবে পালন করা হয়। অন্যদিকে হোলি উৎসবের তারিখ ২৯ মার্চ সোমবার।এই রঙের উৎসবে মেতে ওঠে আট থেকে আশি সকলেই। অনেকেই নিজেকে রাঙিয়ে তুলতে এই বিশেষ দিনে নিজের প্রিয়জনের সঙ্গে একটু একান্তে সময় কাটাতে চান। তার জন্যে যারা রাজ্য বা শহরের বাইরে থাকেন তারা নিজের বাড়িতে ফিরে আসার প্ল্যান করে। এই মনুষগুলোর কথা ভেবে ভারতীয় রেল বিশেষ ঘোষণা করলো। হোলি স্পেশাল ট্রেনের ঘোষণা করলো ভারতীয় রেল মন্ত্রক।
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ।তাই স্টেশনগুলোতে ভিড় কমাতে, যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা দিতে ভারতীয় রেলপথ বিভিন্ন রুটের জন্য হোলি বিশেষ ট্রেনের ঘোষণা করেছে।এই বিশেষ ট্রেনগুলি দৈনিক, দ্বি-সাপ্তাহিক, ত্রি-সাপ্তাহিক এবং সাপ্তাহিক ভিত্তিতে পরিচালিত হবে। এনজরে দেখে নিন সেই তালিকা-
১. 03512 আসানসোল-তাতানগর স্পেশাল ট্রেন (রবিবার, মঙ্গলবার ও শুক্রবার)
২. 03511 টাটানগর-আসানসোল স্পেশাল ট্রেন (রবিবার, মঙ্গলবার ও শুক্রবার)
৩. 03509 আসানসোল-গন্ডা স্পেশাল ট্রেন (সোমবার)
৪. 03507 আসানসোল-গোরক্ষপুর স্পেশাল ট্রেন (শুক্রবার)
৫. 02335 ভাগলপুর-লোকমান্য তিলক টি স্পেশাল ট্রেন (প্রতিদিন)
৬. 02336 লোকমান্য তিলক টি-ভাগলপুর স্পেশাল ট্রেন (প্রতিদিন)
৭. 03510 গন্ডা-আসানসোল স্পেশাল ট্রেন (বুধবার)
৮. 03508 গোরক্ষপুর-আসানসোল স্পেশাল ট্রেন (শনিবার)
৯. 03402 দানপুর-ভাগলপুর স্পেশাল ট্রেন (প্রতিদিন)
১০. 03419 ভাগলপুর-মুজাফফরপুর স্পেশাল ট্রেন (প্রতিদিন)
১১. 03420 মুজাফফরপুর-ভাগলপুর স্পেশাল স্পেশাল ট্রেন (প্রতিদিন)
১২. 03023 হাওড়া-গয়া স্পেশাল ভায়া সাহেবগঞ্জ স্পেশাল ট্রেন (প্রতিদিন)
১৩. 03024 গিয়া-হাওড়া বিশেষ ভায়া সাহেবগঞ্জ স্পেশাল ট্রেন (প্রতিদিন)
১৪. 02315 কলকাতা-উদয়পুর সিটি স্পেশাল ট্রেন (বৃহস্পতিবার)
১৫. 02316 উদয়পুর সিটি-কলকাতা স্পেশাল ট্রেন (সোমবার)
১৬. 02361 আসানসোল-সিএসটি মুম্বাই স্পেশাল ট্রেন (রবিবার)
১৭. 02362 সিএসটি মুম্বাই-আসানসোল স্পেশাল ট্রেন (বুধবার)
১৮. 03002 সিউদিবাহা স্পেশাল ট্রেন (প্রতিদিন)
১৯. 03506 আসানসোল-দিঘা স্পেশাল ট্রেন (রবিবার)
২০. 03505 দিঘা-আসানসোল বিশেষ ট্রেন (রবিবার)
২১. 03418 মালদা টাউন-দিঘা বিশেষ ট্রেন (বৃহস্পতিবার)
২২. 03417 দিঘা-মালদা টাউন বিশেষ ট্রেন (বৃহস্পতিবার)
২৩. 03425 মালদা টাউন-সুরত বিশেষ ট্রেন (শনিবার)
২৪. 03415 মালদা টাউন-পাটনা বিশেষ ট্রেন (বুধবার, শুক্র ও রবিবার)
২৫. 03416 পাটনা-মালদা টাউন বিশেষ ট্রেন (বৃহস্পতিবার, শনিবার এবং সোমবার)
২৬. 03165 কলকাতা-সীতামারীর বিশেষ ট্রেন (শনিবার)
২৭. 03166 সীতামারী-খোলাকাটা বিশেষ ট্রেন (রবিবার)
২৮.03502 আসানসোল-হলদিয়া বিশেষ ট্রেন (রবিবার বাদে)
২৯.03501 হলদিয়া-আসানসোল বিশেষ ট্রেন (রবিবার বাদে)
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.