একুশের ভোটের আগে 'গোখরো' সংলাপ ভাইরাল হওয়ার পর হেভিওয়েটের 'সাপ, টিকটিকি' মন্তব্য খবরে

একুশের ভোটের আগে রীতিমতো চড়ছে পারদ। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই এই পারদ চড়েনি, তামিলনাড়ু বুকেও ২০২১ নির্বাচনের প্রবল পারদ চড়েছে। তামিলরাজ্যে ডিএমকের স্টালিন বনাম পালানিস্বামী সংঘাত চরমে উঠেছে এক মন্তব্য়কে ঘিরে।

পালানিস্বামী বনাম স্ট্যালিন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী সম্পর্কে বহু মাস ধরে একের পর এক মন্তব্য করে যাচ্ছিলেন। ডিএমকে প্রধান স্ট্যালিন ও তাঁর ছেলে উদয়নিধি স্ট্যালিন বলেছিলেন যে তাঁর, ই পালানিস্বামী মাটিতে ঘসটে ঘসটে শশীকলার পায়ে পড়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। এই বক্তব্য গত ৫ মাস ধরে শুনে এসেছেন বিজেপির শরিক এআইএডিএমকের নেতা ই কে পালানিস্বামী। এরপর তিনি দিলেন জবাব।

স্ট্যালিনকে খোঁচা

' উনি খুবই বিরক্ত, কারণ তিনি স্বপ্ন দেখছেন। তিনি ভেবেছিলেন আম্মা (জয়ললিতার) মৃতঅযুর পর পার্টি ভেঙে যাবে। উনি ভাবতে পারেননি যে একজন কৃষক রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন।' এমন ভাষাতেই স্ট্যালিনকে আক্রমণ করেন পালানিস্বামী।

'আমি কি টিকটিকি?'

'আমি কি টিকটিকি নাকি সাপ? আমার কি পা নেই? বিরোধী দলের নেতা হয়ে এই টুকুও জানা নেই, যে কীভাবে একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে হয়?' ঠিক এমন বক্তব্য রাখেন তামিলনাটড়ুর মুখ্যমম্ত্রী পালানিস্বামী।

মিঠুন চক্রবর্তীর সংলাপ

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ব্রিগেডের ময়দানে মিঠুন চক্রবর্তী বলেছিলেন ' আমি জলঢোরাও নই, বেলেবোরা নই, আমি জাত কোবরা গোখরো, এক ছোবলেই ছবি'। বিজেপির সভায় এই সংলাপ যখন মিঠুন বলেন তা মুহূর্তে ভাইরাল হয়। এরপর তা নিয়ে মিম শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। এদিকে, সেই 'গোখরো' সংলাপ ভাইরাল হওয়ার পর নির্বাচনী পারদ চড়ল পালানিস্বামীর 'টিকটিকি' মন্তব্য ঘিরে।

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

'আমি শোনেওয়ালা পার্টি নই', টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়

More AIADMK News