পশ্চিমবঙ্গে ভোটের মাঝে বিজেপিকে একহাত নিতে মমতার সমর্থন বার্তা গেল কেজরিওয়ালের কাছে, পিচ প্রস্তুতি তুঙ্গে

পুরুলিয়ার সভায় নরেন্দ্র মোদী মমতার দিকে তোপ দেগে পুলওয়ামা প্রসঙ্গ তুলেছিলেন। প্রবল আক্রমণ শানিয়েছিলেন বাটলা হাউস প্রসঙ্গে। ঠিক তার পরদিনই জানা গেল মোদী সরকারের আনা এই বিলকে 'সার্জিক্যাল স্ট্রাইক' বলে ব্যাখ্যা করে এবার দিল্লিতে কেজরিওয়ালকে বার্তা দিলেন মমতা।

সার্জিক্যাল স্ট্রাইক বলে কাকে ব্যাখ্যা করেছেন কেজরিওয়াল?

লেফটেন্য়ান্ট গভর্নর নাকি দিল্লিতে নির্বাচিত সরকার, কে দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিজের হাতে রাখবে, এই প্রশ্নে কেজরিওয়াল বনাম মোদী সরকার তর্ক বিতর্ক অব্যাহত। এই ক্ষমতা যাতে উপরাজ্যপাল বা লেফ্টন্যান্ট গভর্নরদের দেওয়া হয়, তার সমর্থনে একটি বিল মোদী সরকার এনেছে। আর সেই বিলকে ক্ষমতায় 'সার্জিক্যাল স্ট্রাইক' বলে ব্যাখ্যা করছেন মমতা ।

মমতা দিলেন জোরালো বার্তা

এদিকে, মোদী সরকারের সাথে কেজরিওয়াল সরকারের এই ক্ষমতার দ্বন্দ্বে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা পাঠিয়ে সমর্থন জানালেন কেজরিওয়ালকে। মমতা সাফ বার্তায় নিজের চিঠিতে স্পষ্ট করেছেন যে সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীদের তিনি চিঠি লিখে কেজরিওয়ালকে এই ইস্যুতে সমর্থনের কথা বলবেন।

মমতা নিলেন বিজেপিকে একহাত

মমতা নিজের চিঠিতে লিখেছেন, রাজ্যের নির্বাচিত সরকারের ক্ষমতা গ্রাহ করে তাদের পুরসভার মতো ঠুঁটো জগন্নাথ করে রাখতে যেভাবে দেশের গণতান্ত্রিক শাসন ব্যাবস্থা এবং সংবিধানে আঘাত হানছে বিজেপি, একজোট হয় তার বিরুদ্ধে লড়তে হবে।

মোদীকে তোপ

মমতা নিজের চিঠিতে এই বিলকে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর সার্জিক্যাল স্ট্রাইক বলে ব্যাখ্যা করেছেন। পাশাপাশি তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের বিধাসভা নির্বাচনে যদি তিনি ব্যাস্ত না থাকতেন তাহলে দিল্লি গিয়ে অরবিন্দের পাশে দাঁড়িয়ে এই লড়ৃাইতে তিনি সংযুক্ত হতেন। চিঠির শেষে মমতার আশা, এই লড়াইয়ে আপনি সফল হবেন। এমনটাই কামনা করছি।

গদ্দাররা এবার সব বিজেপি প্রার্থী, এক ইঞ্চি জমি ছাড়ব না, এগরার সভা থেকে শুভেন্দু, মুকুলকে চ্যালেঞ্জ মমতার

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।

More MAMATA BANERJEE News