বৃহষ্পতিবার দিল্লি থেকে বিজেপি ১৪৮টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে৷ সেই তালিকায় প্রথমে নাম ছিল না শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের৷ যা নিয়ে জল্পনা ছড়িয়েছিল৷ এদিন বিজেপির হয়ে আজ টিকিট পাওয়ার পর বেহালা পশ্চিমে ১২৯ ওয়ার্ডের গোপাল মিশ্র রোডের শীতলা মন্দিরে এসে পুজো দিয়ে প্রণাম করলেন তারকা প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জি। একইসঙ্গে দেওয়াল লিখনেও অংশগ্রহণ করেন তিনি।
বেহালা পশ্চিমে এসে শ্রাবন্তী বললেন, 'এ পড়ার মেয়ে আমি। নিজের পাড়ায় এসেছি। নিজের ছোটবেলাটা আমার এখানে কেটেছে। এখান থেকে আমি বড় হয়েছি। আমার খুব ভালো লাগছে। এখানে এসে খুব খুশি আমি।'
নির্বচনে প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে তিনি বললেন, 'বিপক্ষে হেভিওয়েট প্রার্থী রয়েছে জানি। লড়াই তো সবাই লড়ে যাচ্ছে। আমাকেও লড়তে হবে। তবে আমি খুব ভগবান বিশ্বাস করি মন থেকে কিছু চাইলে ভগবান ঠিকই মনের আশা পূরণ করবেন।'
তিনি বলেন, আমি যেহেতু এখনের বাসিন্দা, এখানের মেয়ে, তাই মানুষ খুব ভালোবাসেন গুরুজনেরা স্নেহ করেন তাই দু হাত ভরে আশীর্বাদ করবেন। আশা করেছি এগিয়ে যাবো। সাধারণ মানুষের সঙ্গে আমি থাকব। তাঁদের জন্য কাজ করতে সচেষ্ট হব।
নির্বাচনে জিতে আসলে এখানে অনেক কিছু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। বলেন, 'ক্রমশ প্রকাশ্য।'
প্রসঙ্গত, এই কেন্দ্রে প্রার্থী করা হবে বলে প্রস্তাব দেওয়া হয় শোভন চট্টোপাধ্যায়কে। তিনি প্রার্থী হতে রাজি হননি৷ সেই বেহালা পশ্চিম কেন্দ্র থেকে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে প্রার্থী করল বিজেপি৷ ফলে তৃণমূল মহাসচিব এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে টলিউডের জনপ্রিয় অভিনেত্রীর৷
অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার
হুইলচেয়ার, গরুর গাড়ি, রথ! অভিনব বাহনে বাজিমাত করেই ভোটারদের মন জয়ের ছক নেতাদের