মমতার কেন্দ্রে মধ্যরাতে প্রবল বিক্ষোভের মুখে বাবুল! হুলস্থুল কাণ্ড

কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠছে এলাকা। এবার খোদ কলকাতায় ভোটের আগে উত্তেজনা ছড়াল। ভবানীপুরে হরিশ মুখার্জি রোডে টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ওই ঘটনা ঘটে।

রাতে একটি ধাবায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বাবুল

জানা যায়, বৃহস্পতিবার রাতে ভবানীপুর এলাকায় একটি ধাবায় যান বাবুল। সেখানে নামতেই একদল যুবক তাঁকে ঘিরে ধরে বলে অভিযোগ। শুধু তাই নয়, লাগাতার বিজেপি বিরোধী স্লোগান দিতে থাকেন তাঁরা। সবাই তৃণমূলের কর্মী সমর্থক বলে জানা যায়। একদিকে বিজেপি বিরোধী স্লোগান অন্যদিকে মমতা বন্দপাধ্যায়ের নামে ওঠে লাগাতার স্লোগান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

বাবুল শান্ত করার চেষ্টা করলে উত্তেজনা ছড়ায় এলাকায়

একদিকে লাগাতার বিজেপি বিরোধী স্লোগান অন্যদিকে মমতার নামে স্লোগান। পরিস্থিতির মধ্যে বাবুল সুপ্রিয় বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে থাকে। এরপর বাবুলের নিরাপত্তারক্ষীরা তাঁকে ওই জায়গা থেকে বের করে নিয়ে যান। সেই ছবি এবং ভিডিও বাবুল তাঁর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন।

ভবানীপুর কেন্দ্রে প্রার্থী শোভনদেব

বাবুল সুপ্রিয়কে এবার প্রার্থী করেছে বিজেপি। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। কিন্তু বৃহস্পতিবার রাতে ভবানীপুর কেন্দ্রে একটি ধাবায় যান বাবুল। সেখানেই এই অশান্তি ছড়ায়। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এবার প্রার্থী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। দীর্ঘদিন এই কেন্দ্রে প্রার্থী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে গিয়েই তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে বাবুল।

সকালে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম

বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর কর্মসূচির আগে সোনাচূড়ায় উত্তেজনা ছড়ায়। জনসংযোগ কর্মসূচি চলাকালীন বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। বিক্ষোভের মাঝেই এলাকা ছাড়ে শুভেন্দু অধিকারীর কনভয়। এরপরই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বিজেপির সভা মঞ্চ ভাঙচুর হল কালীচরণপুরে। রক্তারক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয় দু'পক্ষের বেশ কয়েকজনকে। এরপর বৃহস্পতিবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় নদনীগ্রামে। বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেলে আসা কেন্দ্রে।

More বাবুল সুপ্রিয় News