ইংল্যান্ডের বিরুদ্ধ পঞ্চম টি-টোয়েন্টির আগে ভারতীয় শিবিরে যোগ দিলেন টি নটরাজন। তামিলনাড়ুর বাঁ-হাতি ফাস্ট বোলার ম্যাচ ফিট বলে জানানো হয়েছে। আহমেদাবাদে ভারতীয় শিবিরে যোগ দেওয়ার পর নটরাজন নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার আহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ জিতে চলতি সিরিজে সমতা ফেরায় ভারতীয় ক্রিকেট দল। ম্যাচের পর ক্রিকেটারদের উচ্ছ্বাস প্রকাশের সময় মাঠে টি নটরাজনকে দেখা যায়। তার আগে ক্রিকেটার নিজেই নিজের ছবি নেট দুনিয়ায় ভাইরাল করেন। সতীর্থ ওয়াশিংটন সুন্দরের সঙ্গে নটরাজনের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়।
করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়া ২০২০ সালের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করা টি নটরাজন, অস্ট্রেলিয়া ভারতীয় দল ডাক পেয়েছিলেন। ক্যাঙারুর দেশে ওয়ান ডে, টি-টোয়েন্টি এবং টেস্টে দারুণ বোলিং করে সাড়া ফেলে দেন তামিলনাড়ুর পেসার। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁকে বাইরে রেখেই দল ঘোষণা করে বিসিসিআই। তবে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ভারতের প্রাথমিক দল বাঁ-হাতি ফাস্ট বোলারকে রাখা হয়।
ইতিমধ্যে চোটগ্রস্ত হয়ে পড়েন টি নটরাজন। অনুশীলনের সময় তিনি কাঁধে চোট পান। বাঁ-হাতি ফাস্ট বোলারকে জাতীয় শিবির থেকে সরিয়ে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে রিহ্যাবিলেশনে পাঠানো হয়। সেখানে নটরাজনের ফিটনেস ট্রেনিং চলে।
নিজেকে ম্যাচ ফিট প্রমাণ করতে বিসিসিআইয়ের ২ কিমি ফিটনেস টেস্টে অংশ নিয়েছিলন তামিলনাড়ুর ক্রিকেটার। সেই পরীক্ষায় নটরাজন সসম্মানে উত্তীর্ণ হয়েছেন বলে জানানো হয়েছে। তারই প্রেক্ষিতে সানরাইজার্স হায়দরাবাদের ফাস্ট বোলারকে ভারতীয় শিবিরে অন্তর্ভূক্ত করা হয়েছে বলে খবর।