স্টাফ রিপোর্টার, কলকাতা: গরু ও কয়লা পাচারকাণ্ডে বিপাকে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র। বৃহস্পতিবার বিনয় মিশ্র ও তার ভাই বিকাশ মিশ্রের বেশকিছু সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওইসব সম্পত্তির মধ্য়ে রয়েছে রাসবিহারীতে বিনয় মিশ্রের একটি বাড়িও।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, বিনয়ের রাসবিহারীর ১ নম্বর ধর্মদাস রোডের বাড়ি অ্যাটাচ করা হয়েছে। গতকালই সেই অর্ডার বেরিয়েছে। ইডি-র দাবি, ওই বাড়ি অনন্ত ট্রেড কম প্রাইভেট লিমিটেডের নামে ২০১৭-র মে মাসে সাড়ে ৩ কোটি টাকায় কেনা হয়। তাদের অভিযোগ, ২০১৬-র অক্টোবর থেকে ২০১৭ সালের মার্চের মধ্যে বিনয় ও তাঁর ভাই বিকাশ গরু ব্যবসায়ী এনামুল হকের থেকে প্রায় ৬ কোটি টাকা পেয়েছিলেন। সেই টাকা থেকেই দুই ভাই অনন্ত ট্রেড কমের শেয়ার কিনেছিলেন। পরে অনন্ত ট্রেড কমের নামে বাড়িটি কেনা হয় বলে ইডি সূত্রে দাবি। উল্লেখ্য, এর আগেই বিনয় মিশ্রের এই রাসবিহারী অ্যাভিনিউ এবং কালীঘাট মন্দির সংলগ্ন তিনটি বাড়ি ও অফিসে সিআরপিকে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়েছে সিবিআই।
বিধানসভা ভোটের মুখে গরু ও কয়লা পাচার কান্ড নিয়ে নড়েচড়ে বসেছে সিবিআই৷ ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা৷ তদন্তে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের নাম উঠে এসেছে তদন্তকারী আধিকারিকদের হাতে। এরপর থেকে একাধিকবার বিনয়কে তলব করা হলেও জেরার মুখোমুখি হয়নি সে।এমনকি যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকেও তলব করা হয়। এমনকি লুক আউট নোটিশ জারি করে সিবিআই৷ কিন্তু সেও তদন্তে কোনও সহযোগিতা করেননি বলেই জানা যায়। এরপরেই গ্রেফতার হল তাঁকে৷ ফোনের টাওয়ারের লোকেশন ধরে দিল্লি থেকে গ্রেফতার করে ইডি। ভাই গ্রেফতার হলেও, বিনয় এখনও বেপাত্তা।
বিধানসভা ভোটের মুখে গরু ও কয়লা পাচার কান্ড নিয়ে নড়েচড়ে বসেছে সিবিআই৷ যার তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। যার জেরে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.