বিতর্কিত আউট নিয়ে মাথাব্যথা নেই ম্যাচের সেরা সূর্যকুমারের

সূর্যকুমার যাদবের দায়িত্বশীল ব্যাটিং গড়েছিল ভারতের মজবুত ভিত। সেই সুবাদেই বড় রান তুলে ইংল্যান্ডের বিরুদ্ধে মরণবাঁচন লড়াই জিতে সিরিজ ২-২ করেছে বিরাট কোহলির দল। সূর্যকুমার ও ওয়াশিংটন সুন্দরের আউটে আম্পায়ারদের সফট সিগন্যাল নিয়ে জোর চর্চা হলেও তাতে মাথাব্যথা নেই মুম্বই ও মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম স্তম্ভ সূর্যকুমার যাদবের।

বিতর্কিত আউট নিয়ে

ভারত অধিনায়ক বিরাট কোহলি সফট সিগন্যালের স্বচ্ছতা বা যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সফট সিগন্যাল হলো কোনও লো বা ক্লোজ ক্যাচের ক্ষেত্রে সংশয় থাকলে আগে মাঠে আম্পায়ারদের একটা সিদ্ধান্ত নিতে হয়। তারপর তা তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানোই নিয়ম। তৃতীয় আম্পায়ার যদি সেই সিদ্ধান্ত ভুল বলে কোনও প্রমাণ পান রিপ্লে দেখে তাহলে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। নয়তো সূর্যকুমারের মতো ক্ষেত্রে যেখানে তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখেও বুঝতে পারেননি আউট কিনা, সেটা মাঠের আম্পায়ারের সিদ্ধান্তের কাছে পাঠানো হয়। সূর্যর ক্ষেত্রে সফট সিগন্যাল বা মাঠের আম্পায়ারদের সিদ্ধান্ত ছিল আউট, তাই সূর্য আউট হন। তাঁর আউট নিয়ে চর্চা চললেও মাথাব্যথা নেই সূর্যকুমারের। তিনি বলেন, এই বিষয়টির উপর যেহেতু আমার নিয়ন্ত্রণ নেই তাই হতাশা নেই। যেটা আমার নিয়ন্ত্রণে সেটা ঠিক রাখাই আমার লক্ষ্য থাকে। যা হাতের বাইরে সেখানে তো আমার কোনও নিয়ন্ত্রণ নেই।

প্রথম বলেই ছক্কা

আনঅর্থোডক্স শট খেলায় দক্ষ সূর্যকুমার যাদব জানিয়েছেন, জোফ্রা আর্চারের সব খেলা গত ২-৩ বছরে আইপিএলে দেখেছি, তাঁর বিরুদ্ধে খেলেছি। তাই জানতাম আমি তিনে নামলে আমার দিকেও প্রথমে শর্ট বলই ধেয়ে আসবে ব্যাকফুটে পাঠাতে। যেভাবে ব্যাট করেছি তাতে আমি সন্তুষ্ট। নতুন ব্যাটসম্যানদের জন্য আর্চারের যেমন পরিকল্পনা থাকে, সেইমতো আমিও তৈরি ছিলাম। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বলেই ছক্কা মারার নজির গড়েছেন সূর্য। আর্চারের শর্ট বল পুল করে ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে উড়িয়ে দেন। তিনি বলেন, স্থানীয় ক্রিকেটে প্রথম এমন শট খেলেন। তারপর ঘরোয়া ক্রিকেট, আইপিএল ও এবার আন্তর্জাতিক ক্রিকেটে একই ধরনের শট খেললাম।

সুযোগের সদ্ব্যবহার

আইপিএল-সহ ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও অস্ট্রেলিয়া সফরের দলে ডাক পাননি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের পর আজ একদিনের সিরিজের ঘোষিত দলেও রয়েছেন সূর্যকুমার। ঘরোয়া ক্রিকেটে অভিষেকের ১১ বছর পর আন্তর্জাতিক অভিষেক। সূর্যকুমার বলেন, আমি কঠোর পরিশ্রম চালিয়ে দিয়েছি। তবে আমার বলছি, আমার নিয়ন্ত্রণে যা রয়েছে তা সঠিকভাবে করাতেই জোর দিয়েছি বরাবর। এই খেলার প্রতি আবেগ আমাকে খেলা চালিয়ে যেতে সাহায্য করছে। স্কিল, ফিটনেসের উপর নজর রাখি বরাবরই। জানতাম সুযোগ আসবে এবং তার সদ্ব্যবহার করতে হবে।

তিনে নেমে খুশি

দেশের হয়ে তিনে ব্যাট করার সুযোগ বড় ব্যাপার। সেই ভূমিকায় নেমে সফল হওয়া সূর্য-র আত্মবিশ্বাস বাড়িয়েছে। তিনি বলেন, তিনে ব্যাট করতে নামার কথা জেনে ভালোই লেগেছিল। ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সময় তিনে আগেও ব্যাট করেছি। তখন যেভাবে খেলেছি এদিনও সেটাই করতে চেয়েছি। বাড়তি কিছু করতে চাইনি। নিজের স্বাভাবিক খেলাই খেলতে চেয়েছি। সূর্য আরও জানান, তিনি ব্যাট করতে নামার আগে বিরাট কোহলি ও টিম ম্যানেজমেন্টের তরফে বলা হয়েছিল, আইপিএলের মতো এদিনও খোলা মেনে নিজের স্বাভাবিক খেলাই খেলতে।

More INDIA VS ENGLAND 2021 News