সোনার দাম ১৯ মার্চ
সোনার দাম ১৯ মার্চ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে অনেকটাই নেমে দাঁড়িয়েছে ১০ গ্রামে ৪৪,৯০৪ টাকা। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম এদিন ০.১ শতাংশ নেমেছে। গত সেশনে সোনার দাম ০.৩ শতাংশ বেড়েছিল। ০.৭ শতাংশ উত্থানের সাক্ষী ছিল রুপো।
রুপোর দাম
এদিন রুপোর দাম ১ কেজিতে দাঁড়িয়েছে ৬৭,১০০ টাকা। শতাংশের বিচারে রুপোর দাম ১ কেজিতে বেড়েছে ১ শতাংশ। গত সেশনে রুপোর দাম বেড়েছে ০.৩ শতাংশ।
কলকাতায় সোনার দাম
কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৪,২৪০ টাকা। ২৪ ক্যারেটে দাম দাঁড়িয়েছে ৪৬,৯৪০ টাকা। বৃহস্পতিবার ২২ ক্যারেটে সোনার দাম কলকাতায় ৪৪,২৭০ টাকা। ২৪ ক্যারেটে দাম দাঁড়িয়েছিল ৪৬,৯১০ টাকা।
অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪২,৩২০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৬,১৭০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ক্যারেটে ৪৪,০৭০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৫,০৭০ টাকা। দিল্লিতে সোনার দাম ৪৪,২৫০ টাকা, ২৪ ক্যারেটে সোনার জাম ৪৬,৯৪০ টাকা।
(তথ্য় সূত্র গুড রিটার্নস)