বিজেপির প্রার্থী তালিকা নাম উঠেছিল বেলগাছিয়া কাশীপুরে তৃণমূলের কো-অর্ডিনেটর তরুণ সাহা। এই নিয়ে যথেষ্ট বিরক্ত প্রকাশ করেন তরুণ সাহা। আজ তিনি সশরীরে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের
আর তা নিয়া এদিন মুখ খুললেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন আসলে বিজেপি দেউলিয়া হয়ে গেছে। তাই যেকোন দলের প্রার্থী নিয়ে টানাটানি করছে।
সেই হিসেবে তারা তরুণ সাহার নাম নিজেদের প্রার্থীর তালিকা তুলে দেয় ।তা নিয়ে এদিন বিজেপিকে কটাক্ষ করেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন যদি প্রার্থী তালিকা নিয়ে তাদের এত সমস্যা হয় এবং প্রার্থী না খুঁজে পায় তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি আবেদনপত্র করতে পারতেন তিনি নিজেই প্রার্থী দিয়ে দিতেন তৃণমূলের থেকে। তাহলে ভালোই ফাইটিং হতো বলে জানিয়েছেন ফিরহাদ।
অন্যদিকে তরুণ সাহা এদিন জানিয়েছেন তার নাম কেন বিজেপিতে প্রকাশ করল তা তিনি জানেন না। তার নিজের স্ত্রী মালা সাহা তিনি নিজেও তৃণমূলের প্রার্থী ।তিনি কোনদিনও তার স্বামীকে তৃণমূল ছাড়ার পরামর্শ দেন নি বলে মন্তব্য করেছেন তরুণ বাবু।
তিনি জানিয়েছেন কিছুদিন আগে রাত দেড়টার সময় তার কাছে একটি ফোন এসেছিল ।সেখানে তার কাছে বিজেপিতে যোগদান করার কথা জন্য আবেদন জানানো হয়েছিল ।কিন্তু তিনি তাতে কোনো রকম আমল দেননি। এরপর তিনি জানিয়েছেন বিজেপির জোর করে তাদের প্রার্থী তালিকায় তার নাম প্রকাশ করেছেন ।
এর পাশাপাশি এদিন ফিরহাদ জানিয়েছেন যেভাবে দেশে করণা সংক্রমণ বাড়ছে তার জন্য আমাদের সবাইকে আবারো সতর্ক হতে হবে। কলকাতা কর্পোরেশনের জন্য সমস্ত রকম সর্তকতা অবলম্বন করবে ।গত বছর যে রকম ভাবে সর্তকতা অবলম্বন করেছিল এখনো তা করবে ।সামনে ভোট তাই মিটিং মিছিল হচ্ছে ।সে জন্য তিনি সাধারণ মানুষের কাছে আবেদন রেখেছেন সবাই যেন মাস্ক ব্যবহার করে এবং নিজেদের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখেন।
তাছাড়া কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে সমস্ত জায়গা জীবাণুমুক্ত করা হবে ।ব্যবহার করা হবে জীবাণুমুক্ত করার কামান ।সবরকম সর্তকতা অবলম্বন করা হবে বলেও তিনি জানিয়েছেন।
অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার