শুক্রবার থেকে দিল্লিতে শুরু হয়েছে শুটিং বিশ্বকাপ। তার আগে ২০১৬ সালের রিও অলিম্পিকের ফাইনালিস্টের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। ওই শুটারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ডাক্তাররা। নয়াদিল্লি-স্থিত ওই শুটারের দেশের হাই কমিশনের তরফে খবরটির সত্যতা স্বীকার করা হয়েছে।
নিরাপত্তার খাতিরে উক্ত শুটারের নাম এবং পরিচয় গোপন রাখা হয়েছে। কেবল জানানো হয়েছে যে ওই ক্রীড়াবিদ বিশ্ব ক্রমতালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। ২০১৬ সালের রিও অলিম্পিকের ফাইনালে উঠলেও তিনি পদক জিততে ব্যর্থ হয়েছিলেন। অন্যান্য বিশ্ব টুর্নামেন্ট থেকে ওই শুটার তাঁর দেশকে সোনা এনে দিয়েছেন বলে জানানো হয়েছে।
সূত্রের খবর, ইতিমধ্যেই টোকিও অলিম্পিকের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন ওই শুটার। বিশ্বকাপে অংশ নিতে গত মঙ্গলবার তিনি দিল্লি পৌঁছন। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর কোভিড ১৯ টেস্ট হয়। বুধবার বিকেলে তার ফলাফল এসে পৌঁছয়। ওই বিদেশি শুটার নিজেই নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান বলে খবর। এরপর তাঁর দ্বিতীয় কোভিড ১৯ টেস্ট হয়। বৃহস্পতিবার সেই রিপোর্টও পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য বিশ্বকাপ খেলতে আসা দেশ ও বিদেশের শুটারদের দিল্লির ভিভান্তা হোটেলে রাখা হয়েছে। সেখানকার খাবার এবং জৈব সুরক্ষা বলয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন যে শুটার, তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ভারতে এক কোটি পনেরো লক্ষেরও বেশি মানুষ কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় ১ লক্ষ ৬০ হাজার মানুষ। করোনা ভাইরাসের নতুন ঢেউ আছড়ে পড়েছে মহারাষ্ট্র, কর্নাটক সহ দেশের বেশ কিছু রাজ্যে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে প্রশাসনের।