মাত্র চার ওভারের অধিনায়ক
অধিনায়ক বিরাট কোহলি চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলে টিম ইন্ডিয়ার নেতৃত্বের ব্যাটন হাতে তুলে নেন রোহিত শর্মা। মাত্র চার ওভার অধিনায়কের দায়িত্ব পালন করেন হিটম্যান। সেই সময়কালে ভয়ঙ্কর হয়ে ওঠা ইংল্যান্ডের বেন স্টোকস, ইয়ন মর্গ্যান, স্যাম কারান এবং ক্রিস জর্ডনকে সাজঘরে ফিরিয়ে ম্যাচে কব্জায় করে ভারতীয় ক্রিকেট দল।
|
রোহিতের প্রশংসায় পঞ্চমুখ
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিত মাত্র চার ওভারের জন্য রোহিত শর্মার অধিনায়কত্বের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। হিটম্যানকে বীরের মর্যাদা দিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মিম তৈরি করা হয়েছে। রোহিতের কীর্তির প্রশংসায় পঞ্চমুখ হয়েছে ক্রিকেট মহল।
অধিনায়ক রোহিতের রেকর্ড
বিরাট কোহলির অনুপস্থিতিতে অধিনায়ক হিসেবে ভারতকে এশিয়া কাপ ও নিদাহাস ট্রফি জিতিয়েছেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন করার পিছনে হিটম্যানের উর্বর ক্রিকেট মস্তিষ্ক যে বড় ভূমিকা নিয়েছে, তা মেনে নেয় ক্রিকেট মহল।
ব্যাট হাতে জ্বলে উঠবেন কবে
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। সেভাবে জ্বলে ওঠেনি তাঁর ব্যাট। আগামী ম্যাচে হিটম্যানের কাছ থেকে বড় রান আশা করছেন ক্রিকেট প্রেমীরা।