ক্রিকেট নিয়ে শ্রেয়া
ভারতীয় ক্রিকেট দলের সমর্থক আমজনতা থেকে সেলিব্রিটি। সোশ্যাল মিডিয়ার যুগে সকলেই নিজেদের মতামত ব্যক্ত করেন। দলকে উৎসাহ যেমন দেওয়া হয়, ক্রিকেটারদের সাফল্যের প্রশংসা থেকে ব্যর্থতার সময় নানা কাটাছেঁড়া, সমালোচনা চলতেই থাকে। তবে অনেকদিন বাদে ক্রিকেট নিয়ে টুইট করলেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল।
সূর্যর সাফল্যে গর্বিত
সূর্যকুমার যাদব দ্বিতীয় টি ২০ ম্যাচে সুযোগ পেলেও ব্যাট করতে তাঁকে নামতে হয়নি। তৃতীয় ম্যাচে বাদ পড়ার পর চতুর্থ বলে প্রথম একাদশে আসেন। তিনে নেমে প্রথম বলে ছক্কা-সহ ঝোড়ো ব্যাটিং করেন। ম্যাচের সেরাও হন তিনি। সূর্যকুমারের সাফল্যে উচ্ছ্বসিত শ্রেয়া ঘোষাল। তিনি টুইটে লেখেন, সূর্য-র সাফল্য কামনা করছিলাম। দারুণ খেলেছো। তবে আম্পায়ারের সিদ্ধান্তে হতাশ হয়েছি। আম্পায়ার আউট ঘোষণা করলেও আমার মতে ওটা পরিষ্কার নট আউট ছিল।
সূর্য-সৌম্যর খেলা
শ্রেয়ার বাবা বিশ্বজিৎ ঘোষাল নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সেই সূত্রেই সূর্যকুমার যাদবকে অনেক ছোটো থেকে দেখছেন শ্রেয়া। টুইটে সে কথা জানিয়ে তিনি লিখেছেন, আমরা সকলে সূর্য-র জন্য গর্বিত। শ্রেয়ার ভাই সৌম্যদীপ ও সূর্যকুমার ছোটোবেলায় অণুশক্তিনগর কলোণি মাঠে যে একসঙ্গে খেলতেন তাও মনে করিয়ে দিয়েছেন শ্রেয়া। সে কারণেই তিনি সূর্যকুমারের সাফল্যে আরও বেশি গর্বিত বলে জানিয়েছেন শ্রেয়া।
মনে আছে
শ্রেয়ার টুইটে প্রতিক্রিয়া জানিয়ে একটি ইমোজি দিয়ে সূর্যকুমার যাদব লিখেছেন, স্পট অন শ্রেয়াদি। অর্থাৎ শ্রেয়ার ভাইয়ের সঙ্গে ছোটোবেলায় খেলার কথা এখনও যে তিনি ভোলেননি তা বুঝিয়ে দিয়েছেন সূর্য। গতকালের ম্যাচের সেরা যেভাবে প্রথম বলে ছক্কা মেরেছিলেন তা স্থানীয় ক্রিকেটেই তিনি অভ্যাস করেছেন বলে এক সাক্ষাৎকারে সতীর্থ শার্দূল ঠাকুরকে জানিয়েছেন সূর্য। পরে সেই ধরনের শট ঘরোয়া ক্রিকেট, আইপিএলে মারার পর মারলেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বলেই। সূর্যর আনঅর্থোডক্স শট আইপিএলের সময় বারেবারেই আলোচনায় উঠে এসেছে। শ্রেয়ার সঙ্গে খেলার যোগ আরও রয়েছে।
সাইনা-র গান
কয়েক দিন পরেই মুক্তি পাচ্ছে সাইনা নেহওয়ালের বায়োপিক সাইনা। পরিণীতি চোপড়া সাইনার ভূমিকায় অভিনয় করছেন। এই ছবিতেই শ্রেয়ার কণ্ঠে একটি গান (চল ওহি চলে...) ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। সে কারণে পরিণীতি-সহ অনেকেই শ্রেয়ার সুরেলা কণ্ঠের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সোশ্যাল মিডিয়াতেই।