মহারাষ্ট্রের করোনা আক্রান্তের ঘটনা রীতিমতো ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। গত পরশু থেকে রেকর্ড হারে মহারাষ্ট্রে করোনার দাপট উদ্বেগে রেখেছে গোটা দেশকে। দেখা যাচ্ছে, করোনার জেরে মহারাষ্ট্রে বুধবার ২০২১ সালের রেকর্ড ব্রেকিং আক্রান্তের সংখ্যা রয়েছে মহারাষ্ট্রে। আর সেই সূত্র ধরেই এপ্রিল নিয়ে উঠে আসছে অশনি সংকেত!
মহারাষ্ট্রে বৃহস্পতিবার যে করোনা আক্রান্তের সংখ্যা দেওয়া হয়েছিল , তাতে দেখা গিয়েছে ২৫,৮৩৩ জন আক্রান্ত হয়েছেন করোনার জেরে। যা গত মার্চের করোনার সবচেয়ে উঁচু স্পাইকের পর ঘটল। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনার জেরে মোট আক্রান্ত ২৩,৯৬,৩৪০ টাকা। গত ২৪ ঘণ্টায় করোনার জেরে ৫৮ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা ৫৩,১৩৮ তে গিয়ে দাঁড়িয়েছে। আর এই জায়গা থেকেই মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের সচিব প্রদীব ব্যাস জানিয়েছেন, করোনার জেরে মহারাষ্ট্রে সক্রিয় আক্রান্তের সংখ্যা এপ্রিল মাসেই ৩ লাখ ছাড়িয়ে যেতে পারে।
এদিকে, পাঞ্জাবের লুধিয়ানা, জলন্ধর, মোহালি, অমৃতসর, গুরুদাসপুর, হোসিয়ারপুর,কাপুরথালা, রূপনগরের মতো জায়গায় করোনার জেরে রাতের কার্ফু লাগু হয়েছে। সেখানে রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত এই কার্ফু লাগু করা হয়েছে। মহারাষ্ট্রের সঙ্গেই পাঞ্জাবে ভয়াবহ আকার নিচ্ছে করোনার দাপট। এদিকে, মহারাষ্ট্রের পুনে, পিমপ্রি, সোলাপুর, সাতারাতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫,৫৮৩ জন।