ব্যাটিং পিচেই ম্যাচ
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের পঞ্চম টি-টোয়েন্টিতে মোট ৩৬১ রান হয়। সিরিজে এই প্রথম আগে ব্যাট করা দল ম্যাচ জেতে। দুই দলের পঞ্চম টি-টোয়েন্টি একই রকম পিচে খেলা হবে বলে আভাস দিয়েছেন কিউরেটর। মন্থর বোলাররা এই উইকেট থেকে বাড়তি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।
আবহাওয়া কেমন থাকবে
ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টি-টোয়েন্টি চলাকালীন আহমেদাবাদে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। তবে গরম থাকবে। আকাশে মেঘের আনাগোনাও জারি থাকবে। বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এগিয়ে থাকবে কোন দল
ভারতীয় ব্যাটসম্যানরা ছন্দে থাকলে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতেও জ্বলে উঠতে পারে ভারত। টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের সঙ্গে ব্রিটিশ বোলারদের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে মনে করা হচ্ছে।
কোথায় দেখা যাবে ম্যাচ
ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টি-টোয়েন্টি সন্ধ্যা সাতটা থেকে শুরু হয়েছে। স্টার নেটওয়ার্কে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। ডিজনি + হটস্টারে খেলার লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ক্রিকেট প্রেমীরা।