তৃণমূলকে সহায়তায় সদ্য প্রাক্তন মিম নেতা
আসাদউদ্দিন ওয়েইসির মিম আব্বাস সিদ্দিকির সঙ্গে জোট করে বাংলার নির্বাচনে লড়ার পরিকল্পনা করেছিল। তিনি তাঁদের জোটের মুখ করতে চেয়েছিলেন আব্বাস সিদ্দিকিকে। কিন্তু আব্বাস সিদ্দিকি ওয়েইসিকে ছেড়ে জোট করেন বাম ও কংগ্রেসের সঙ্গে। এদিকে মিম পড়ে বিপাকে। এদিন তাঁদের দলের বাংলার মুখ জামিরুল হাসান তৃণমূলকে সহায়তায় এগিয়ে এসেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে ঝাঁপাচ্ছেন নন্দীগ্রামে
জামিরুল মিমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তৃণমূলের সহযোগী হয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে ঝাঁপাচ্ছেন নন্দীগ্রামে। তিনি শীঘ্রই নন্দীগ্রামে গিয়ে অনুগামীদের নিয়ে প্রচার শুরু করবেন। বিহারে আসাদউদ্দিনের মিম মহাজোটের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। এরপর বাংলার ভোটেও মিম বিজেপিকে সুবিধা করে দেবে বলে রাজনৈতিক মহল মনে করেছিল।
মিমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জামিরুল ইন্ডিয়ান ন্যাশনাল লিগে
কিন্তু বাংলার মিম প্রধান স্বয়ং তৃণমূলে যোগ দেওয়ায় সেই সম্ভাবনা আর রইল না। বাংলার নির্বাচনে মিম তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে থাবা বসিয়ে বিজেপির সুবিধা করে দেবে বলে মনে করেছিল বিজেপি। কিন্তু মিমের সংগঠন ভেঙে যাওয়ায় একপ্রকার লাভ হল তৃণমূলের। মিমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জামিরুল ইন্ডিয়ান ন্যাশনাল লিগে যোগ দেন।
মমতাকে ভোট দেওয়ার আর্জি প্রাক্তন মিম নেতার
আসন্ন ভোটে ইন্ডিয়ান ন্যাশনাল লিগ সিদ্ধান্ত নিয়েছে তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে। সেইমতোই দলের সিদ্ধান্ত মেনে এবার তৃণমূল সুপ্রিমোকে জেতাতে সদলবলে নন্দীগ্রামে যাচ্ছেন জামিরুল। বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়েছিলেন একটা সময়ে, সেই জামিরুলই এখন বলছেন, প্রধান শত্রু বিজেপি। তাদের বিরুদ্ধে লড়াইয়ে মমতাকে জয়যুক্ত করতে হবে। সেই মর্মেই তিনি দলিত, আদিবাসী ও সংখ্যালঘুদের কাছে মমতাকে ভোট দেওয়ার আর্জি জানাবেন।