তিরথ সিং রাওয়াতের প্রতিবাদ
রাওয়াত জানিয়েছেন যে তিনি মহিলাদের রিপড জিন্স পরা দেখে খুবই অবাক হয়েছেন এবং তিনি প্রশ্ন করেছেন যে তাঁরা তাঁদের শিশু ও সমাজের সামনে কি ধরনের উদাহরণ রাখছেন। মঙ্গলবার এক অনুষ্ঠানে এসে রাওয়াত জানিয়েছেন যে মূল্যবোধের অভাবে তরুণ-তরুণীরা আজব ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করছে এবং রিপড জিন্স পরে হাঁটু দেখিয়ে তারা নিজেদের বিশাল কিছু ভেবে বসছে। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে তরুণ-তরুণীরা বাজারে রিপড জিন্স কিনতে যায় এবং তা যদি না পায় তবে তারা তাদের জিন্স কাঁচি দিয়ে কেটে ফেলে। এরপর মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে একই বিমানে করে আসা এক মহিলা সহযাত্রীর পোশাকের বর্ণনাও দেন। তিনি বলেন, ‘ওই মহিলা বুট পরেছিলেন, রিপড জিন্স, তাতে হাঁটু দেখা যাচ্ছে এবং বেশ কিছু চুড়ি তাঁর হাতে পরা। ২ জন শিশু তাঁর সঙ্গে সফর করছিল। তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান অথচ তিনি ছেঁড়া জিন্স পরে হাঁটু দেখাচ্ছেন। তিনি তাঁর পরবর্তী প্রজন্মকে কি মূল্যবোধ শেখাবেন?'
গুল পনাগ ছবি দেন রিপড জিন্স পরে
রিপড জিন্স ও মহিলাদের পোশাকের প্রতি উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রীর এরকম মানসিকতায় সোশ্যাল মিডিয়া জুড়ে মহিলাদের প্রতিবাদ শুরু হয়ে যায়। প্রত্যেকেই রিপড জিন্স পরে ছবি পোস্ট করতে শুরু করেন। অভিনেত্রী গুল পনাগ রিপড জিন্স পরে ছবি পোস্ট করে এই প্রতিবাদে সামিল হন। তিনি রিপড জিনস হ্যাশট্যাগও ব্যবহার করেন।
অঙ্কিতা কোনওয়ার টুইট
প্রাক্তন বিমান সেবিকা ও অভিনেতা তথা মডেল মিলন্দ সোমনের স্ত্রী অঙ্কিতা কোনওয়ারও এই ট্রেন্ড অনুরণ করে নিজের রিপড জিন্স পরা ছবি পোস্ট করেন। যদিও তিনি জানান যে তিনি শাড়ি পরতেই পছন্দ করেন কিন্তু রিপড জিন্স খারাপও নয়।
রাজনৈতিকবিদদের প্রতিবাদ
বিরোধী দলের মহিলা নেত্রীরাও টুইটারের এই রিপড জিন্স ট্রেন্ডে সামিল হন। সমাজবাদী পার্টির মুখপাত্র জুহি সিং সালোয়ার কামিজ পরে ছবি দিয়ে রিপড জিন্স বিতর্কের সমালোচনা করেন। তিনি জানান যে, জিন্স হোক বা অন্য কোনও পোশাক, মহিলাদের পোশাকের ওপর নির্ভর করে কেউ তাঁদের বিচার করতে পারেন না।
দেশের আগে নিজের চিন্তা বদলান
কংগ্রেসের মিডিয়া প্যানেলিস্ট ঐশ্বর্য মহাদেব তাঁর ও তাঁর বন্ধুদের ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁরা সকলে রিপড জিন্স পরে রয়েছেন। রাজনীতীবিদ জানিয়েছেন, পোশাক যদি নির্ধারিত সংস্কৃতি এবং চরিত্র হয় তবে ইশ্বর পুরুষদের বিরুদ্ধে জঘন্য অপরাধের অভিযোগ করা হত না। রাজ্য সভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদি রাওয়াতকে অনুরোধ করেছেন যে দেশ পরিবর্তন করার আগে নিজের চিন্তাভাবনা বদলান।