সঙ্ঘ-শিক্ষার তিন মন্ত্র দিলেন দিলীপ
দিলীপ ঘোষ মনে করেন, সঙ্ঘ-শিক্ষার তিন মন্ত্র দলের মধ্যে একতা আনতে পারে। আদি-নব্য দ্বন্দ্ব ভুলে বৃহত্তর স্বার্থে কাজ করাতে পারে কাঁধে কাঁধ মিলিয়ে। সেই চেষ্টাই বিজেপির রাজ্য সভাপতি করছেন। তার জন্য তিনি বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়াকে। সোশ্যাল মিডিয়ায় তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সঙ্ঘের তিন মন্ত্র মেনে চলতে।
নেশন ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট
তিনি বলেন, সঙ্ঘ-শিক্ষার তিন মন্ত্র হল- প্রথমে রাষ্ট্র তারপরে দল এবং সবশেষে ব্যক্তি। ইংরেজিতে তিনি লিখেছেন নেশন ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট। এই তিন মন্ত্র তিনি দলীয় কর্মী-নেতাদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এবং তা মেনে চলার আর্জি জানিয়েছেন।
সঙ্ঘের শিক্ষায় শিক্ষিত দিলীপ দিলেন বার্তা
এককালে সঙ্ঘের প্রচারক ছিলেন দিলীপ ঘোষ। তিনি নিজে বিশ্বাস করেন সঙ্ঘের নীতি। সঙ্ঘের শিক্ষায় শিক্ষিত দিলীপ ঘোষ তাই বিধানসভা ভোটের আগে সেই নীতিকথাই দলের বিক্ষুব্ধদের শোনালেন। দিলীপ ঘনিষ্ঠদের কথায়, দিলীপ ঘোষ এই নীতি শুধু সংগঠনের দিক থেকে নয়, আধ্যাত্মিক কারণেও বিশ্বাস করেন।
তত্ত্বকথায় নিজের উদাহারণ তুলে ধরলেন দিলীপ
আরএসএসের শিক্ষা অনুযায়ী, সত্ত্ব গুণ রাষ্ট্র বা দেশকে ভালোবাসা, রজঃ গুণ হল সংগঠনের হয়ে লড়াই করা। সর্বস্ব সমর্পণ করা। আর সবথেকে নিকৃষ্ট হল তমঃ গুণ। অর্থাৎ নিজের কথা ভাবা। এখন বিজেপির নেতারা সেই ব্যক্তিস্বার্থের কথা চিন্তা করছেন। তাই এত দ্বন্দ্ব, এত ভেদাভেদ। তিনি এই তত্ত্বকথায় নিজের উদাহারণই তুলে ধরলেন। কেননা এবার তিনি প্রার্থী নন, তিনি পথে পথে প্রচারেই ব্যস্ত দলকে জেতানোর জন্য দেশের ভালো চেয়ে।