রিপড জিন্স বিতর্কের জল অনেকদূর গড়াচ্ছে। উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে দেশের মহিলারা প্রতিবাদে সরব হয়েছেন। এবার অভিনেত্রী–রাজনীতিবিদ জয়া বচ্চন সোচ্চার হলেন উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য নিয়ে। তিনি জানিয়েছেন যে এটি সেই মানসিকতা যা মহিলাদের বিরুদ্ধে অপরাধকে উৎসাহিত করে। সমাজবাদী পার্টির সংসদ সদস্য সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বলেন, 'এই জাতীয় বক্তব্য কোনও মুখ্যমন্ত্রীর মুখে মানায় না।’
রাজ্য সভার সদস্য জয়া বচ্চন বলেছেন, 'যাঁরা উচ্চ পদে রয়েছে একটু ভেবে তারপর প্রকাশ্যে বিবৃতি দিন। আজকের দিনে দাঁড়িয়ে আপনি এমন কথা বলছেন, কে সংস্কারি ও কে নয় তা পোশাকের ওপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নেবেন? এ ধরনের বাজে মানসিকতা মহিলাদের বিরুদ্ধে অপরাধ করতে উৎসাহিত করে।’
রিপড জিন্স নিয়ে উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইতে শুরু করে দিয়েছে। বর্তমানে রিপড জিন্স হ্যাশট্যাগ টুইটারে ট্রেন্ডিং। মঙ্গলবার দেরাদুনে শিশু অধিকার সুরক্ষা কমিশনের একটি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী রিপড জিন্স নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি জানান, আজকাল দিনের তরুণ–তরুণীরা আজব ফ্যাশন ট্রেন্ডকে অনুসরণ করছেন এবং রিপড জিন্স পরে হাঁটু দেখিয়ে তারা নিজেদের বিশাল কিছু ভেবে নিচ্ছেন। মহিলারাও এই ট্রেন্ড অনুসরণ করছেন। মুখ্যমন্ত্রী এও বলেছেন যে তরুণ–তরুণীরা বাজারে রিপড জিন্স কিনতে যান এবং যদি সেটা না পান তবে তারা তাদের জিন্স কাঁচি দিয়ে কেটে পরেন। মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে একই বিমানে করে আসা এক মহিলা সহযাত্রীর পোশাকের বর্ণনাও দেন।
এরপরই দেশসহ সোশ্যাল মিডিয়া রাগে ফেটে পড়ে। বিশেষ করে মহিলারা তাঁদের রিপড জিন্স পরা ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে পোস্ট করতে থাকেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা কপিল সিব্বল মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে বিস্ময় প্রকাশ করেন। উত্তরাখণ্ডের কংগ্রেস প্রধান প্রিতম সিংও রাওয়াতের মন্তব্যকে 'লজ্জাজনক’ বলে অ্যাখা দেন এবং মহিলাদের কাছে তাঁকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানান।
অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার