আমদাবাদ: টস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে ভারত-ইংল্যান্ড চলতি টি২০ সিরিজে। প্রথম তিন ম্যাচে টস জিতে যে দলই রান তাড়া করেছে তারাই জিতেছে। আর টিম ইন্ডিয়ার ডু অর ডাই ম্যাচে ফের একবার টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান।

অর্থাৎ, স্রোতের বিপরীতে হেঁটে চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাট করে ম্যাচ জেতা ছাড়া গতি নেই টিম ইন্ডিয়ার। কারণ এই ম্যাচে নেতিবাচক ফলাফল মানে সিরিজ হারতে হবে বিরাটবাহিনীকে। জোড়া পরিবর্তন নিয়ে চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় দল। ইশান কিষাণের পরিবর্তে চতুর্থ ম্যাচের একাদশে ফিরেছেন সূর্যকুমার। দ্বিতীয় ম্যাচে অভিষেককারী সূর্যকুমার ব্যাট হাতে সেই অর্থে পরীক্ষিত হওয়ারই সুযোগ পাননি।

অথচ তৃতীয় ম্যাচে তাঁর বাদ পড়া নিয়ে কম বিতর্ক হয়নি। তাই চতুর্থ ম্যাচে ফের দলে ফেরানো হল তাঁকে। সঙ্গে যুবেন্দ্র চাহালের পরিবর্তে দলে সুযোগ পেলেন রাহুল চাহার। এদিকে ডু অর ডাই ম্যাচের আগে দলের সতীর্থদের উদ্দেশ্যে বার্তা দিলেন অধিনায়ক বিরাট কোহলি। কোহলি সতীর্থদের জানিয়েছেন, ‘ডু অর ডাই পরিস্থিতি সবসময় আসে না তাই নিজের সেরাটা দাও। মানসিকভাবে চাঙ্গা থাক এবং আমরা যা চাইছি সেটা আজ করে দেখাও।’

অন্যদিকে সিরিজ জয়ের কিনারে দাঁড়িয়ে থাকা ইংল্যান্ড অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে সিরিজের চতুর্থ টি২০ ম্যাচে। উল্লেখ্য, প্রথম ম্যাচে রান তাড়া করে সিরিজে লিড নিয়েছিল ইংরেজরা। এরপর দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফেরায় ভারতীয় দল। এরপর গত ম্যাচে ফের রান তাড়া করে জয় তুলে নিয়ে সিরিজে ফের লিড নেয় ইংল্যান্ড। অর্থাৎ, ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ডের কাছে আজকের ম্যাচ জিতেই সিরিজ কব্জা করে নেওয়ার সুযোগ।

একনজরে দেখে নেওয়া যাক দু’দলের একাদশ-

একনজরে ভারতের একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, রাহুল চাহার।

একনজরে ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জোস বাটলার (উইকেটরক্ষক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), বেন স্টোকস, স্যাম কারেন, ক্রিস জর্ডান, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।