ব্যাটেল গ্রাউন্ড নন্দীগ্রাম! শুভেন্দুর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তৃণমূলের পূর্ণেন্দুর

বুথে বুথে জনসংযোগে বেরিয়ে বাধার সম্মুখীন শুভেন্দু অধিকারী। কালো পতাকা দেখানোর পাশাপাশি জুতো দেখানো হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি এবং তৃণমূলের সমর্থকদের মধ্যে হাতাহাতিতে রক্তপাতও হয়।

বিজেপি এবং তৃণমূল সংঘর্ষে একাধিক সমর্থক আহত হয়েছে। যা নিয়ে শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ, লুম্পেনদের দিয়ে তাঁকে আটকানো যাবে না। পালটা তৃণমূলের দাবি, এলাকায় অশান্তির চেষ্টা করছেন বিজেপি মনোনীত প্রার্থী। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের।

শুভেন্দুর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ

একদিকে তৃণমূল অন্যদিকে শুভেন্দু! ব্যাটেল গ্রাউন্ড নন্দীগ্রাম। আর তা ক্রমশ উত্তপ্ত হচ্ছে। আজ বৃহস্পতিবার শুভেন্দুকে লক্ষ্য করে দেওয়া হয় গো ব্যাক স্লোগান। এমনকি, পরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্তও হয়ে ওঠে নন্দীগ্রাম। যদিও এই ঘটনার জন্যে শুভেন্দু অধিকারীকেই দায়ী করেছেন পূর্ণেন্দু বসু। তিনি বলেন, এলাকায় ঘুরে ঘুরে ভয় দেখানো হচ্ছে। এমনকি, উস্কানি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তৃণমূল নেতৃত্বের। পূর্ণেন্দু বসু বলেন, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে কালো পতাকা দেখিয়েছেন। তা দেখানো সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে। অন্যদিকে তৃণমূলের আরও এক নেতা বলেন, লাঠি চলুক, গুলি চলুল...নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ই জিতবেন।

ফের অশান্তি নন্দীগ্রামে

ফের উত্তপ্ত নন্দীগ্রাম। এদিন ফের অশান্তি দেখা দেয় নন্দীগ্রামে। প্রথমে কালীচরণপুর এবং পরে সোনাচূড়ায় তৃণমূলের তরফে বিজেপি কর্মীদের ওপরে হামলা করা হয় বলে অভিযোগ। এর আগে হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভার আগে উত্তপ্ত হয়েছে নন্দীগ্রাম। সেই সময় তৃণমূল বলেছিল আদি-নব্যের দ্বন্দ্বের জেরেই এই ঘটনা।

অনুমতি নেওয়া কর্মসূচি

এদিন কর্মসূচিতে বাধা দেওয়া নিয়ে ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু অধিকা্রী। তিনি বলেন, অনুমতি নেওয়া কর্মসূচিতে। জায়গায় জায়গায় দু-তিন করে লোক দাঁড় করিয়ে অসুবিধা তৈরি করা হচ্ছে। সকালে কালিচরণপুরের পরে বেলায় সোনাচূড়ায় বিজেপি কর্মীদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, এই দুষ্কৃতকারী, লুম্পেনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সোনাচূড়া বাজারে এক যুবনেতার মাথায় লেগেছে। সকালে কালিচরণপুরে তিনজনের ওপরে হামলা করা হয়েছে।

ডিজি ও বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে কথা

শুভেন্দু অধিকারী এদিন বলেছেন, এদিনের ঘটনা প্রসঙ্গে তিনি রাজ্য পুলিশের ডিজির পাশাপাশি বিশেষ পুলিশ পর্যবেক্ষকেও জানিয়েছেন। তাঁরা ব্যবস্থা নেবেন বলেই আশা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে এদিন তাঁর কর্মসূচিতে যোগ দেওয়া কেন্দ্রীয় মন্ত্রীকে অবহিত করেন। শুভেন্দু অধিকারী বলেছেন, মন্ত্রী দিল্লিতে গিয়ে বিষয়টি উচ্চতর নেতৃত্বকে জানাবেন।

জঙ্গলের রাজত্ব চলেছে

শুভেন্দু অধিকারী এদিন বলেছেন, জঙ্গলের রাজত্ব চলেছে। এইসব করেও তাঁকে আটকানো যাবে না। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের কিছু লোককে মদ্যপ অবস্থায় উস্কে দিয়ে এইসব করানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, বুথে বুথে যাচ্ছেন তিনি। সঙ্গে সাধারণ মানুষের সমর্থন রয়েছে। ফলে লুম্পেনদের দিয়ে তাঁকে আটকানো যাবে না। তবে নন্দীগ্রামের পাশাপাশি সারা বাংলায় আধা সামরিক বাহিনী মোতায়েন করে শান্তিপূর্ণভাবে ভোট করার দাবি তুলেছেন তিনি।

More SUVENDU ADHIKARI News