ভোট এগিয়ে আসতেই রাজনৈতিক হিংসার খবর আসতে শুরু করেছে বাংলার বিভিন্ন কোণ থেকে। ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় এবার পারদ চড়ছে। এই ঘটনার পরই বোমা বাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যার জেরে এদিন নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে যাচ্ছেন খোদ সাংসদ অর্জুন সিং।
সূত্রের দাবি বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ভাটপাড়ার ১৮ এবং ৮ নম্বর গলিতে বোমাবাজি শুরু হয়। ৮ থেকে ১০ টি বোমা সেই সময় পড়েছিল। ঘটনায় এক বৃদ্ধ জখম হন। যে সময় এই বোমাবাজি ঘটেছে, সেই সময় এলাকায় ছিলেন না অর্জুন সিং। এরপর ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। ঘটনা ঘিরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন অর্জুন সিং।
এদিকে, পুলিশ আসার পরও বোমাবাজি চলে বলে অভিযোগ রয়েছে। তারপরই ঘটনাস্থলে পৌঁছন সাংসদ। এদিকে দফায় দফায় এই বোমাবাজির জেরে এক কিশোর আহত হয়েছে বলে খবর। রাতেই ব়্যাফ নামানো হয় এলাকায়। ঘটনা নিয়ে বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে থাকলেও, কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, তা স্পষ্ট নয়।