টি ২০ আন্তর্জাতিকে সূর্য-র বিস্ফোরণ, চর্চা তাঁর বিতর্কিত আউট নিয়েও

এলেন, দেখলেন, জয় করলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের মরণ-বাঁচন লড়াইয়ে ঋষভ পন্থ, শ্রেয়স আয়ারের ব্যাটিংয়ের কথা মাথায় রেখেও মানতেই হবে ভারতের বড় রানের ভিত গড়েছেন তিনে নামা সূর্যকুমার যাদবই। টি ২০ আন্তর্জাতিকে প্রথম বলেই ছক্কা থেকে দুরন্ত অর্ধশতরান। সূর্যকুমারের পারফরম্যান্সে সকলে মুগ্ধ। চর্চা চলছে তাঁর বিতর্কিত আউট নিয়েও।

সূর্যের তেজ

আইপিএল-সহ ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকায় দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকের দলে ছিলেন। তবে ব্যাটিংয়ের সুযোগ না পেয়েই তৃতীয় ম্যাচে বাদ পড়েন। আজ ঈশান খেলতে না পারায় তাঁর জায়গায় দলে ফেরেন সূর্য, রোহিত ফেরার পর নেমেই জোফ্রা আর্চারের লেগ স্টাম্পে শর্ট বলে পুল মেরে ফাইন লেগ অঞ্চলে ছক্কা হাঁকান সূর্য। এরপর তিনি যে দাপট নিয়ে ব্যাটিং করতে থাকেন তাতে বোঝাই যায়নি প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করলেন তিনি। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৮ বলে পূর্ণ করেন অর্ধশতরান। তাঁকে ফেরান সাম কারান। ৩১ বলে ৫৭ রান করে মালানের হাতে ক্যাচ দিয়ে আউট হন সূর্যকুমার। মেরেছেন ৬টি চার ও তিনটি ছয়।

প্রথম বলেই ছক্কা

সিরিজের দ্বিতীয় ম্যাচে অভিষেক হলেও আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বলটি আজই খেললেন মুম্বই তথা মুম্বই ইন্ডিয়ান্সের নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাট করতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নজির গড়লেন সূর্যকুমার যাদব। টি ২০ আন্তর্জাতিকে প্রথম বলে ছক্কা মারার নজির দুবার রয়েছে ডোয়েইন স্মিথের। এ ছাড়াও একটি করে এই নজির রয়েছে কামরান আকমল, করিম সাদিক, মার্টিন গাপটিল, কলিন মুনরো, হাজরাতুল্লা জাজাই ও রোহিত শর্মার।

প্রশংসায় পঞ্চমুখ

সূর্যকুমারের ব্যাটিং দেখে সোশ্যাল মিডিয়ায় সকলেই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাঁকে। বিসিসিআই, মুম্বই ইন্ডিয়ান্সের টুইটার হ্যান্ডলে সূর্যর প্রথম বলে ছক্কার প্রশংসা করা হয়েছে। কেউ আবার মজা করে সূর্যর ব্যাটিং বিস্ফোরণকে তুলনা করেছেন রজনীকান্তের সঙ্গে।

আউট নিয়ে বিতর্ক

সাম কারানের বলে ৩১ বলে ৫৭ রানে আউট হন সূর্যকুমার। ডেভিড মালান ক্যাচ ধরেন। আম্পায়াররা তৃতীয় আম্পায়ারের সাহায্য নিলে বেশ কিছুক্ষণ রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার জানান সফট সিগন্যাল আউট। তার ভিত্তিতেই তিনি আউট ঘোষণা করেন। যদিও রিপ্লে দেখে মনে হচ্ছিল বল মাটিতে পড়েছিল। দানিশ কানেরিয়া, আকাশ চোপড়া, সঞ্জয় মঞ্জরেকররা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে সহমত পোষণ করতে পারেননি। তাঁদের মতে, প্রযুক্তি আরও উন্নত হওয়া উচিত। মঞ্জরেকর টুইটে লেখেন, তৃতীয় আম্পায়ারকে লো ক্যাচের জন্য রিয়াল টাইম রিপ্লে, স্লো মোশন, জুম করা ছবি আরও ভালোভাবে দেখানোর ব্যবস্থা থাকা উচিত। সাদা চোখে যা দেখা গেল তা প্রযুক্তি ভুল প্রমাণিত করায় হতাশ অনেকেই।

প্রথম এভাবে আউট বিরাট

সূর্যর প্রথম বলে ছক্কার পাশাপাশি আরেকটি বিষয় আজ প্রথম ঘটল ভারত অধিনায়ক বিরাট কোহলির কেরিয়ারে। টি ২০ আন্তর্জাতিকে প্রথমবার স্টাম্প আউট হলেন বিরাট। এদিন এক রানে আউট হলেন তিনি আদিল রশিদের বলে। রশিদের গুগলিতে ঠকে স্টাম্প আউট হন ভারত অধিনায়ক। এই নিয়ে টি ২০ আন্তর্জাতিকে তিনি সাতবার স্পিনারদের শিকার হলেন।

More INDIA VS ENGLAND 2021 News