এমএস ধোনি ক্লিন বোল্ড, বোলারের নাম জানলে চমকে উঠবেন, দেখুন ভাইরাল ভিডিও

এমএস ধোনি বোল্ড বাই নিউকামার। যে খবরে ঝড় উঠেছে ক্রিকেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও। যা দেখে আঁতকে উঠেছেন মাহি ফ্যানরা। সঙ্গে কে এই নতুন বোলার, সেই প্রশ্নও ক্রিকেট প্রেমীদের মনে দানা বেঁধেছে। যার উত্তরও ইতিমধ্যে পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, সতীর্থের বলেই বোল্ড হয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।

ক্লিন বোল্ড ধোনি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ভিডিও। যাতে এমএস ধোনিকে এক ফাস্ট বোলারের বলে বোল্ড হতে দেখা গিয়েছে। কিছুটা সরে খেলতে যাওয়া চেন্নাই সুুপার কিংস অধিনায়কের লেগ স্ট্যাম্প ছিটকে নিয়ে যায় বল। তা দেখে খুব একটা খুশি হননি মাহি প্রেমীরা। ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন, কে এই বোলার।

কে এই বোলার

মহেন্দ্র সিং ধোনিকে ক্লিন বোল্ড করা ফাস্ট বোলারের নাম হরিশঙ্কর রেড্ডি বলে জানা গিয়েছে। ২২ বছরের ক্রিকেটার অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ২০২১ সালের আইপিএলের জন্য রেড্ডিকে ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ঘরোয়া ক্রিকেটে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সই এর কারণ। রাজ্যের হয়ে ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৯টি উইকেট নিয়েছেন হরিশঙ্কর। লিস্ট এ ক্রিকেটে ৫টি ম্যাচ খেলে ৮টি উইকেট নিয়েছেন ২২ বছরের ফাস্ট বোলার।

অনুশীলনে সিএসকে

২০২১ সালের আইপিএলের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চিপকে চলছে হলুদ ব্রিগেডের অনুশীলন। সেই সময়ই হরিশঙ্কর রে়ড্ডির বলে বোল্ড হন মাহি।

কবে থেকে শুরু আইপিএল

দেশের মাটিতে আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২১ সালের আইপিএল। ৩০ মে পর্যন্ত চলবে টুর্নামেন্ট। দেশের ৬টি শহরে (কলকাতা, দিল্লি, মুম্বই, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই) ৫২ দিন জুড়ে ৬০টি ম্যাচ হবে বলে জানানো হয়েছে।

More IPL 2021 News