হাওড়া: শেষ মুহুর্তের প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। পাড়ায় পাড়ায় প্রচারের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। এবার বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার গড়ার ডাক দিয়ে উলুবেড়িয়ার গোরুহাটা ময়দানে জনসভা করল সংযুক্ত মোর্চা।
সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার প্রাক্তন সাংসদ তথা সিপিআইএমের কেন্দ্রীয় নেতা হান্নান মোল্লা, সিপিআইএমের হাওড়া জেলা কমিটির সম্পাদক বিপ্লব মজুমদার, প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি অসিত মিত্র, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী তথা আইএসএফ নেতা আব্বাসউদ্দীন খান সহ অন্যান্যরা। সভার পর উলুবেড়িয়া শহরে একটি মিছিলও অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছেন উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আব্বাসউদ্দীন খান। তাঁকেই উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে প্রার্থী করেছে আইএসএফ। এদিনের সভায় সংযুক্ত মোর্চার বিভিন্ন দলের কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বুধবার গ্রামীণ হাওড়ার একাধিক বাম ও কংগ্রেস প্রার্থী নিজেদের মনোনয়ন পত্র জমা করলেন। সকালে উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার ফরওয়ার্ড ব্লক প্রার্থী কুতুবউদ্দিন আহমেদ এবং উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী অশোক দলুই।
অন্যদিকে, উলুবেড়িয়া-১ নং বিডিও অফিসে মনোনয়নপত্র পেশ করেন আমতা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অসিত মিত্র। পাশাপাশি, বাগনান বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী বসির আহমেদও এদিন মনোনয়ন পত্র জমা দেন।
প্রথম দফা ভোটের আর গাঁটে গুনে দশ দিন বাকি। বৃহস্পতিবারই ১২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে সংযুক্ত মোর্চা। এই তালিকায় রয়েছে বামেদের দশটি আসনের প্রার্থী এবং কংগ্রেস দুটি আসনে প্রার্থী। তাদের নাম ঘোষণা করা হয়েছে। বনগাঁ দক্ষিণে সিপিএম প্রার্থী তাপস কুমার বিশ্বাস। বনগাঁ উত্তরে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী পীযূষ কান্তি সাহা। হরিণঘাটা থেকে লড়বেন সিপিএমের অলকেশ দাস। ধূপগুড়িতে বাম প্রার্থী সিপিএমের প্রদীপ কুমার রায়। ময়নাগুড়িতে বাম প্রার্থী আরএসপির নরেশ চন্দ্র রায়।
দার্জিলিং কেন্দ্র থেকে লড়বেন সিপিএমের গৌতমরাজ রাই। মন্তেশ্বর কেন্দ্রে সিপিএম প্রার্থী অনুপম ঘোষ।কালচিনি কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী অভিজিৎ নার্জিনারি। ফলতায় কংগ্রেসের হয়ে লড়বেন আব্দুর রেজ্জাক মোল্লা। উলুবেড়িয়া উত্তরে বাম প্রার্থী সিপিএমের অশোক দলুই। কার্শিয়াংয়ে সিপিএম প্রার্থী উত্তম শর্মা। সামশেরগঞ্জ কেন্দ্রে বাম প্রার্থী সিপিএমের মোদাসসার হোসেন।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.