জাতিভিত্তিক মেরুকরণে ভর দিয়ে ভোটব্যাঙ্ক দখলে বিজেপি-এআইএডিএমকের নয়া স্ট্র্যাটেজি দক্ষিণে

বাংলার বুকে রাজবংশী ভোটব্যাঙ্ক থেকে মতুয়া ভোটব্যাঙ্ক যেমন ব্যাপক প্রভাব বিস্তার করছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে , তেমনই তামিলরাজ্যে দুই সম্প্রদায়কে ঘিরে রীতিমচো চড়ছে পারদ। তামিলভূমে ভন্নিয়ার আর তেভরদের নিয়ে ভোটব্যাঙ্ক রাজনীতি কার্যত তুঙ্গে।

ভোট পরিস্থিতি ও তামিলনাড়ু

প্রসঙ্গত, তামিলরাজ্যে ভান্নিয়াররা উত্তরের দিকের বাসিন্দা বলে জানা যায়। আর তেভররা তামিলনাড়ুর দক্ষিণাংশের সম্প্রদায়। এই ভান্নিয়ার গোষ্ঠীর অন্যতম প্রতিনিধি পিএমকে পার্টি। যারা তামিলনাড়ুতে ভোটে এআইএডিএমকের সঙ্গী। আর এই গোষ্ঠীর ভোটব্যাঙ্ক হাতে রাখতেই এআইএডিএমকে মরিয়া চেষ্টা করছে।

ময়দানে অমিত শাহ

এদিকে, তেভর গোষ্ঠীর একটি বড় অংশের সমর্থন রয়েছে এআইএডিএমকের প্রাক্তন সদস্য শশীকলার সঙ্গে। যে শশীকলার সঙ্গে এআইএডিএমকের সংঘাত খুব শীঘ্রই সামনে আসে। সেই জায়গা থেকে ময়দানে নেমে অমিত শাহ এই জনগোষ্ঠীকে বিজেপির দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই গোষ্ঠীর সমর্থনে ২৫ টি আসন রয়েছে। যা হাতছাড়া করতে চাইছেন না অমিত শাহ। এদিকে, তেভর গোষ্ঠীর একটি বড় অংশের সমর্থন রয়েছে এআইএডিএমকের প্রাক্তন সদস্য শশীকলার সঙ্গে। যে শশীকলার সঙ্গে এআইএডিএমকের সংঘাত খুব শীঘ্রই সামনে আসে। সেই জায়গা থেকে ময়দানে নেমে অমিত শাহ এই জনগোষ্ঠীকে বিজেপির দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই গোষ্ঠীর সমর্থনে ২৫ টি আসন রয়েছে। যা হাতছাড়া করতে চাইছেন না অমিত শাহ।

ভান্নিয়ারদের গোষ্ঠী নিয়ে উদ্যোগ

এদিকে পিএমকে দলের মাধ্যমে ভান্নিয়ারদের দাবি ২০ শতাংশ আভ্যন্তরীণ সংরক্ষণ চান তাঁরা। সেই দাবিতে সরবও হয়েছেন তাঁরা। এমন এক পরিস্থিতিতে ভোটের আচরণবিধি লাগুর কয়েক ঘণ্টা আগে তামিলনাড়ুতে ১০.৫ শতাংশ আভ্যন্তরীণ সংরক্ষণের নির্দেশ ঘোষণা করে সরকার।

তামিল রাজনীতিতেও সম্প্রদায়ভিত্তিক মেরুকরণ

প্রসঙ্গত সংরক্ষণের দাবি নিয়ে তামিল রাজনীতিতে পারদ চড়িয়েছিলেন তেনকাসি গ্রামের তেভররা। তাঁরা এআইএডিএমকের কাছ থেকে এই সংরক্ষণ আদায়ের জন্য তাবড় চাপ দিতে থাকেন। এমনকি ভোট বয়কটের ডাক দেন। সেই জায়গা থেকে বিজেপি কিছুটা চেনা ছকে রাজ্য ভিত্তিক গোষ্ঠী ভিত্তিক রাজনীতির দিকে ঝুঁকছে। বাংলায় রাজবংশী থেকে মতুয়া ভোটব্যাঙ্ক নিয়ে যা করা হয়েছে, সেই একই ঘটনা তামিলনাড়ুকে ঘটেছে।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র সোনাচুড়া, পায়ে হেঁটে শুভেন্দুর জনসংযোগ চলাকালীন গো ব্যাক স্লোগান

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

More AMIT SHAH News