কর্নাটকেও বাড়ছে কোভিড কেস, বেড সংরক্ষণ নিয়ে হাসপাতালগুলির সঙ্গে বৈঠক সরকারের

মহারাষ্ট্রের পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে দক্ষিণের রাজ্য কর্নাটকেও। আর তাই বেসরকারি হাসপাতালগুলিতে আক্রান্ত রোগীর চিকিৎসায় বেড সংরক্ষণ করা নিয়ে সরকার তাদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও হাজার শয্যা বিশিষ্ট কোভিড কেয়ার সেন্টার তৈরি হচ্ছে বেঙ্গালুরুতে, যা সোমবার থেকে চালু হয়ে যাবে।

কোনও গাফিলতি বরদাস্ত নয়

প্রসঙ্গত, স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারি হাসপাতালের প্রধানদের সঙ্গে ভবিষ্যতের পদক্ষেপের বিষয়ে আলোচনা করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‌এ সপ্তাহে সরকার বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে প্রথম দফার বৈঠক সেরেছে। যদি সংক্রমণ বাড়ে, তবে সরকার বেসরকারি হাসপাতালে যেন পর্যাপ্ত পরিমাণে বেড পেতে পারে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা যে কোন ধরনের গাফিলতির জন্য দায়বদ্ধ থাকবেন।'‌ ‌

ভ্যাকসিন রয়েছে সঙ্গে

মন্ত্রী বলেন, ‘‌গত বছর আমাদের যখন মহামারি আগাত হাতে সেই সময় তথ্য ও সচেতনতার অভাব ছিল। এখন আমরা সফলতার সঙ্গে মহামারিকে নিয়ন্ত্রণ করেছি। আমরা এখন প্রত্যাশিত করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের সম্ভাবনায় রয়েছি এবং লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের হাতে এখন অতিরিক্ত সুবিধা বলতে ভ্যাকসিন রয়েছে, যা গত বছর ছিল না। সাধারণ মানুষকে আগাম সতর্কতা অবলম্বন করতে হবে এবং সরকারকে কড়া পদক্ষেপ করতে বাধ্য করবেন না।'‌

একদিনে আড়াই লক্ষ টিকাকরণ

এরই মাঝে দেশে দ্বিতীয় দফার টিকাকরণও শুরু হয়ে গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, ‘‌কিছুদিন আগে, প্রায় ২.‌৫ লক্ষ টিকাকরণ একদিনে সম্পন্ন হয়েছে। যদিও সরকারের লক্ষ্য রয়েছে একদিনে ৩ লক্ষ জনকে টিকাকরণ করা। আমরা যদি প্রবীণ ব্যক্তিদের এবং কো-মর্বিডিটি সহ ৪৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের টিকাকরণ সম্পন্ন করলে আমরা দ্বিতীয় ওয়েভ নিয়ন্ত্রণ করতে পারব।'‌

কর্নাটকের করোনা পরিস্থিতি

মন্ত্রকের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০০টি অ্যাম্বুলেন্স বেঙ্গালুরুতে পাঠানো হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে এগুলি কাজে লাগে। গত বছরও সরকার করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ের জন্য প্রকৃত সময়ের তথ্য পেতে ওয়ার রুম চাল করেছিল এবং পরিস্থিতির ওপর নজর রাখছিল। পরপর ২দিন বুধবারও কর্নাটকে দৈনিক হাজারের বেশি করোনা কেস সনাক্ত হয়েছে। বুধবার ১,২৭৫টি নতুন করোনা কেসের হদিশ মিলেছে। অন্যদিকে বেঙ্গালুরুতে নথিবদ্ধ হয়েছে ৭৮৬টি কেস।

এবার ভোটের ময়দানে মুকুল, পুরনো সতীর্থকে মহারণে 'খেলা'র আহ্বান কল্যাণের

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

More KARNATAKA News