কানাঘুঁষো শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে আগাম খবরকে সত্যি করেই ১৮ মার্চ অযোধ্যায় পৌঁছাল রাম সেতু ছবির শ্যুটিং ইউনিট। আর শ্যুটিং শুরুর আগেই রাম-সীতার পুজোয় মন দিতে দেখা গেল এই বলিউডি তারকা। এমনকী 'জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে সেই ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতেও। ছবির পরিচালক অভিষেক শর্মার কথায়, এই ছবিতে একদম অন্য লুকে দেখা যাবে অক্ষয়কে। সূত্রের খবর, রামসেতুতে একজন প্রত্নতত্ত্ববিদের ভূমিকায় দেখা যাবে তাঁকে। সেই মতো অক্ষয়ের চুল ও পোশাকেও পরিবর্তন আনা হয়েছে।
এদিকে অক্ষয় ছাড়াও জ্যাকেলিন ফার্নান্ডেজ ও নুসরত ভারুচাকে অভিনয় করতে দেখা যাবে ছবিতে। তবে তাঁদের ঠিক কোন ভূমিকায় আমরা দেখা পেতে চলেছি সেই বিষয়ে পরিষ্কার করে কিছু বলেলনি পরিচালক সহ রামসেতুর ক্রিয়েটিভ প্রডিউসার ড. চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। এই ছবির মহরত শ্যুট করা হবে অযোধ্যায়। আর সেই উদ্দেশ্যেই এদিন অযোধ্যায় উড়ে গেলেন অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্ডেজ, নুসরত ভারুচারা। বিমান ওঠার আগে শেয়ার করলেন ছবিও।
পরবর্তীতে সেখানে পৌঁছেই রাম পুজোর একটি ছবি শেয়ার করেন অক্ষয়। যাতে রাম-সীতার ছবিকে সামনে রেখে পুজোস করতে দেখা যাচ্ছে এক পুরোহিতকে। সঙ্গে রয়েছে রামসেতু ছবির একটি ক্ল্যাপার বোর্ডও। এই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অক্ষয় লেখেন, “অযোধ্যায় রামসেতু ছবি নির্মানের আগে আজ ভগবান রামের আশীর্বাদ পেলাম। জয় শ্রী রাম।” সিনেমাটির প্রযোজনা করেছেন অরুণা ভাটিয়া ও বিক্রম মালহোত্রা। প্রযোজনায় রয়েছে লাইকা প্রোডাকশন।