চেন্নাই ক্যাম্পে না থেকেও সিএসকে-র মনপ্রাণ জুড়ে রায়না, চিন্না থালার ভিডিও ভাইরাল
করোনা ভাইরাসের আবহে ভারতে আর কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে আইপিএল। টুর্নামেন্টের ১৪তম সংস্করণ ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। তেঁতে রয়েছে দলগুলি। ইতিমধ্যেই আইপিএলের প্রস্তুতিতে নেমে গিয়েছে বেশকিছু শিবির। তারই অন্যতম চেন্নাই সুপার কিংসের অনুশীলন চলছে চিপক স্টে়ডিয়ামে। সেখানে না থেকেও দলের সঙ্গে ভীষণভাবে জুড়ে রয়েছেন সুরেশ রায়না। ভাইরাল হল চিন্না থালার ভিডিও।

সিএসকে ক্যাম্পে নেই রায়না
আইপিএল ২০২১ উপলক্ষ্যে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে সিএসকে-র অনুশীলন শুরু হয়ে গিয়েছে। তাতে অংশ নিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সহ দলের অন্যান্য ক্রিকেটাররা। হলুদ ব্রিগেডের প্রস্তুতি নিজে সরেজমিনে খতিয়ে দেখেছেন দলের মালিক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন।
|
অনুশীলনে সুরেশ রায়না
আইপিএল ২০২১-এর জন্য চিপকে চেন্নাই সুপার কিংসের অনুশীলন শুরু হয়েছে। তাতে অংশ নেননি বাঁ-হাতি সুরেশ রায়না। তা বলে প্রস্তুতি থেকে দূরে নেই দেশের প্রাক্তন ব্যাটসম্যান। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে, নিজের বাড়ির এলাকায় ব্যাট হাতে বাইশ গজে নেমে পড়েছেন রায়ানা। সোশ্যাল মিডিয়ায় তিরিশ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে সিএসকে। যেখানে চেন্নাই সুপার কিংসের জার্সি পরিহিত রায়নাকে সাবলীল ঢঙে চার ও ছক্কা হাঁকাতে দেখা যাচ্ছে।

গত মরসুমে খেলেননি রায়না
করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়া ২০২০ সালের আইপিএলে খেলননি সুরেশ রায়না। দুবাই থেকে ভারতে ফিরে এসেছিলেন বাঁ-হাতি ব্যাটসম্যান। অতিমারীর আতঙ্ক এবং পারিবারিক দুঃসংবাদ পেয়েই তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর
২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। একই দিনে ভারতীয় দলের জার্সি আর গায়ে না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন সুরেশ রায়নাও। ইতিমধ্যে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে উত্তরপ্রদেশের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেন বাঁ-হাতি।