সাত সকালে চায়ের চুমুকে ভোট প্রচার সারলেন রাজারহাট-গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সী। তবে আলাদা করে নির্বাচনী প্রচারে নয় নিজের পরিচিত পুরনো পাড়ায় মানুষদের সঙ্গে সময় কাটাতে ঘুরতে বেরিয়েছে বলে জানিয়েছেন প্রার্থী নিজে।
বৃহস্পতিবার সকাল না হতেই বাগুইহাটি ফয়রাভবন মোড়ে চায়ের আড্ডায় যোগ দেন তিনি। চায়ের দোকানে বসে চায়ে চুমুক দিয়ে ভোট প্রচারে নামলেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী অদিতি মুন্সী। সঙ্গে ছিলেন নারী-পুরুষ নির্বিশেষে প্রচুর তৃণমূল কর্মী ও সমর্থক।
ছিলেন পাড়ায় অসংখ্য মানুষ। এর মধ্যে কেউ কেউ আছেন অদিতি মুন্সীর ভক্তও। এদিন তাঁকে ভোট প্রচার সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, সবাই নিজের লোকজন, আলাদা করে ভোট প্রচারে নয়। নিজের পাড়ায় ঘুরতে বেড়িয়েছি। তাঁর জন্ম এখানেই। জন্মস্থান, পুরনো পাড়া।
তাই পুরনো পাড়াতেই জেঠু কাকুদের সঙ্গে ঘুরতে বেড়িয়েছেন তিনি। তিনি আরও বলেন, তাঁর কেন্দ্র রাজারহাট-গোপালপুরে কেউই প্রতিদ্বন্দ্বী নেই। তবে অভার কনফিডেন্স নয়, মানুষকে ভালোবেসে রাজনীতি করে কাছে টেনে নিতে চান তিনি।
তিনি জানান, কোনও কাজই প্রতিদ্বন্দ্বিতার সাথে করেন না তিনি। ভালোবাসার ও সততার সাথে কাজ করলে জয় নিশ্চিত বলে জানান তিনি। এছাড়াও হিংসার রাজনীতি ছেড়ে ভালোবাসার রাজনীতি ফিরিয়ে আনার কথা শোনা যায় তৃণমূলের গায়িকা প্রার্থী অদিতি মুন্সীর গলায়।