ইংল্যান্ডের পেসে বিদ্ধ ভারত
ঘরের মাঠে ইংল্যান্ডের সঙ্গে ভারতের টি-টোয়েন্টি যুদ্ধ জমে উঠেছে। সৌজন্যে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের সঙ্গে ইংল্যান্ড ফাস্ট বোলারদের লড়াই। যে মোকাবিলায় ব্রিটিশদের পাল্লা ভারী বলে জানান দিচ্ছে পরিসংখ্যান।
কী বলছে পরিসংখ্যান
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন টি-টোয়েন্টি মোকাবিলার প্রেক্ষিতে ২-১ ফলাফলে পিছিয়ে রয়েছে ভারত। এই তিন ম্যাচে ১৬টি উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া। তার মধ্যে ১৩টি উইকেট নিয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলাররা। দুই ম্যাচে বোল্ড হয়েছেন ভারতীয় ওপেনার কেএল রাহুল।
অনেক পিছিয়ে ভারতীয় পেসাররা
চলতি সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে এখনও পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারতীয় ক্রিকেট দল। ১০ জন ব্রিটিশ ব্যাটসম্যানকে আউট করেছেন ভারতীয় বোলাররা। তার মধ্যে টিম ইন্ডিয়ার ফাস্ট বোলারের ভাগ্যে জুটেছে তিন উইকেট। সাত উইকেট নিয়েছেন স্পিনাররা।
কে কয়টি উইকেট নিয়েছেন
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে ২ উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর। মাত্র ১ উইকেট নিয়েছেন ভারতীয় দলে কামব্যাক করা ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার।