শিখা মিত্রকে ফোন সোনিয়ার
বিজেপির প্রার্থী পদ প্রকাশ্যেই ফিরিয়ে দিয়েছেন সোমেন পত্নি শিখা মিত্র। তারপরেই শিখাকে ফোন করেন কংগ্রেস সভা নেত্রী সোনিয়া গান্ধী। প্রায় ১৫ মিনিট শিখার সঙ্গে কথা বলেছেন সোনিয়া। বিজেপির প্রার্থী পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রশংসা করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপির শেষ প্রার্থী তালিকায় নাম ছিল শিখা মিত্রের। কিন্তু সেই প্রার্থী পদ তিনি ফিরেয়ে দেন। এই নিয়ে চরম চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
বিজেপির প্রার্থী পদ ফেরােলন শিখা
আজ বিকেলে ১৪৮ আসনের প্রার্থী পদ ঘোষণা করে বিজেপি। িদল্লি থেকে বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী প্রার্থী তালিকা ঘোষণা করেন। তাতে চৌরঙ্গী কেন্দ্রে শিখা মিত্রকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। সেই ঘোষণা জানার পর এক মুহূর্ত সময় নষ্ট করেননি কংগ্রেস নেত্রী। সঙ্গে সঙ্গে তিনি জানিয়ে দেন কোনও দিন বিজেপিতে যোগই দেনই। গুজব ছড়াচ্ছে বিজেপি। কোনওদিনই তিনি বিজেপির প্রার্থী হতে চান না। এক প্রকার বিজেপির মুখ পুড়িয়েছেন শিখা মিত্র।
শিখার বাড়িতে শুভেন্দু
প্রসঙ্গত উল্লেখ্য সোমেন মিত্রের মৃত্যুর পর অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে। অদীর ক্ষমতায় এসেই একেবারে সোমেন মিত্র পরিবারকে এক ঘরে করে দিয়েছিল। এই নিয়ে প্রকাশ্যে অধীরের বিরুদ্ধে তোপ দেগেছিলেন সোমেন মিত্রের ছেলে। তারপরেই শিখা মিত্রের বাড়িতে যান শুভেন্দু অধিকারী। শিখা মিত্রর বিজেপিতে যোগদানের জল্পনা তখন থেকেই শুরু হয়।
শিখার বাড়িতে কুণাল
শিখা মিত্র প্রকাশ্যে বিজেপির প্রার্থী পদ ফিরিয়ে দেওয়ার পরেই তাঁর বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। যদিও পুরোটাই কাকতালীয় বলে দাবি করেছেন কুণাল। রাজনৈিতক নেতা হিসেবে সোমেন মিত্রের পরিবারের সঙ্গে তাঁর পুরনো যোগাযোগ। প্রায়ই এই বাড়িতে তিনি চা খেতে আসেন বলে জানিয়েছেন কুণাল। এদিকে তৃণমূল কংগ্রেস নেতার শিখা মিত্রের বাড়িতে আসায় নতুন করে জল্পনা শুরু হয়েছে।