৩১তম জন্মদিনে নিজেকে মেলে ধরতে পারলেন না সাইনা নেহওয়াল। উল্টে ম্যাচ চলাকালীন চোট পেয়ে কোর্ট ছাড়লেন ভারতীয় শাটলার। ছিটকে গেলেন অল ইংল্যান্ড ওপেন থেকে। অন্যদিকে প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই হেরে গিয়ে ভারতের আর এক আশা শেষ করে দিলেন কিদাম্বী শ্রীকান্ত। সবমিলিয়ে অল ইংল্যান্ড ওপেনের প্রথম দিনে ভারতের সঙ্গী হল হতাশা।
অল ইংল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডে ডেনমার্কের মিয়া ব্লিচফেলডটের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সাইনা নেহওয়াল। প্রথম গেম ২১-৮ পয়েন্টের ব্যবধানে হেরে যান। দ্বিতীয় গেমেও সাইনার থেকে ১০-৪ পয়েন্টের ব্যবধান তৈরি করে ফেলেন প্রতিপক্ষ। ঠিক সেই সময়ই চোট পান ভারতীয় শাটলার। এর জেরে কোর্ট ছাড়তে হয় সাইনাকে। ফলে ওয়াক ওভার পেয়ে যান ড্যানিশ প্রতিপক্ষ।
অল ইংল্যান্ড ওপেনের পুরুষদের বিভাগের প্রথম রাউন্ডে আয়ারল্যান্ডের নাহট নাগুয়েনের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন কিদাম্বী শ্রীকান্ত। ম্যাচের প্রথম গেম ২১-১১ পয়েন্টে হেরে যান ভারতীয় শাটলার। দ্বিতীয় গেমে ফিরে আসেন শ্রীকান্ত। ২১-১৫ পয়েন্টে গেম জেতেন ভারতীয় শাটলার। তৃতীয় গেম ২১-১২ পয়েন্টে হেরে যান শ্রীকান্ত।
অল ইংল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডে জয় হাসিল করেছেন ভারতের এস ভার্মা, বি সাই প্রণীত, লক্ষ্য সেন এবং এইচএস প্রণয়। ব্রাজিলিয় প্রতিপক্ষ ওয়াই ডে ওলিভিয়েরার বিরুদ্ধে ২১-১১, ২১-১৯ গেমে ম্যাচ জতেন ভার্মা। ২১-১৮, ২১-১২ গেমে জয় হাসিল করেন ভারতের লক্ষ্য সেন। ২১-১০, ২১-১০ গেমে জয়ী হয় এইচএস প্রণয়ও। টুর্নামেন্টের প্রথম দিনই দুর্দান্ত জয় হাসিল করেছেন পিভি সিন্ধু। প্রথম রাউন্ডেই হেরে গিয়েছন পারুপল্লী কাশ্যপ।