তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তকে তলব করল ইডি
সারদা মামলায় রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা বিধানসভা ভোটে জোড়াসাঁকো কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তকে তলব করল ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। আগামী সোমবার ইডি দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। ইডি সূত্রে জানা গিয়েছে, সুদীপ্ত সেনের সারদা সংস্থার সমস্ত পত্রিকা ছাপা হত বিবেকের প্রকাশনা সংস্থা থেকে। সেই সময়ই সারদার সঙ্গে বিবেকের বেশ কিছু আর্থিক চুক্তি ও লেনদেন হয়েছিল। তিনি সারদার কাছে কত টাকা নিয়েছিলেন, তাঁদের মধ্যে কী চুক্তি হয়েছিল, সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই বিবেককে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।
সারদার টাকা ফিরিয়ে দিলেন ইডির কাছে
সারদা তদন্তে গত কয়েকদিন আগেই কুণাল ঘোষকে জেরা করে ইডি। বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে পারেননি বলে জানা যায়। যদিও বুধবার বেতন বাবদ ও বিজ্ঞাপন এনে দেওয়ার জন্য সারদা থেকে পাওয়া টাকা ইডিকে জমা দেন কুণাল ঘোষ। ইডির কাছে তিনি ২ কোটি ৬৭ লক্ষ টাকা ফেরত দেন কুণাল ঘোষ। ২০১৭ সালে এই টাকা ফেরত দিতে চেয়ে ইডির কাছে আবেদন করেছিলেন কুণাল। সারদা সংস্থা থেকে পাওয়া বেতন এবং বিজ্ঞাপন এনে দেওয়ার জন্য পাওয়া টাকা ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন কুণাল ঘোষ।
ইতিমধ্যে একাধিক ব্যাক্তিকে জেরা করেছে ইডি
সারদা-তদন্তে নেমে ইতিমধ্যে একাধিক ব্যাক্তিকে জেরা করেছে ইডি। ফুটবল কর্তা দেবব্রত সরকার ও সারদার বারুইপুরের এজেন্ট অরিন্দম দাসকে তলব করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ইতিমধ্যে চিত্র শিল্পী শুভাপ্রসন্নকেও জেরা করেছে। বেশ কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জানতেই তাঁকে জেরা করা হয়।
অন্যান্যা চিটফান্ডের তদন্তেও গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
সারদার পাশাপাশি অন্যান্য চিটফান্ডের তদন্তেও গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা সহ সমস্ত চিটফান্ডের তদন্ত করছে সিবিআই। আর সেই তদন্তে নেমে গত কয়েকদিন আগেই মানস ভুঁইয়াকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কেও তলব করা হয়েছে।