সকাল ১১ টায় পুরুলিয়ায় সভা
এদিন পুরুলিয়ায় প্রধানমন্ত্রীর সভা বেলা ১১টায়। যার জন্য দিল্লি থেকে ৮.৪৫-এ রওনা দেবেন প্রধানমন্ত্রী। ১০.৩৫ নাগাদ দুর্গাপুর বিমানবন্দরে পৌঁছনোর কথা। অন্যদিকে অসমের করিমগঞ্জে সভা বেলা তিনটেয়। এইমাসের আরও তিনদিন ভোটের প্রচারে আসবেন প্রধানমন্ত্রী। ২০, ২১ এবং ২৪ মার্চ। ২৪ মার্চ কাঁথিতে সভা করবেন প্রধানমন্ত্রী। সেই সভায় স্থানীয় সাংসদ হাজির থাকবেন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে এবার প্রধানমন্ত্রী ২০টি সভা করতে পারেন বলে জানা গিয়েছে।
বাংলায় টুইট প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবারের সফর নিয়ে বুধবার রাতে বাংলায় টুইট করেছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেছেন, ১৮ই মার্চ তিনি পশ্চিমবঙ্গের ভাই ও বোনেদের মধ্যে উপস্থিত থাকার সুযোগ পেয়ে আনন্দিত। পুরুলিয়ায় একটি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। পশ্চিমবঙ্গ জুড়ে, পরিবর্তনের আকাঙ্খা জেগেছে। বিজেপি-র সুশাসনের কর্মসূচী জনগণের মধ্যে এক সুরেলা ধ্বনি তুলেছে বলেও টুইটে মন্তব্য করেছেন তিনি।
অসমের জন্যও টুইট
শুধু পশ্চিমবঙ্গের জন্যই নয়, অসমবাসীর উদ্দেশেও সেখানকার সভা নিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, গত ৫ বছরে অসমে প্রভূত পরিবর্তন হয়েছে। উন্নয়নমূলক কাজ চালিয়ে যেতে এনডিএ ফের রাজ্যের মানুষের সমর্থন চায় বলেও জানিয়েছেন তিনি।
বাংলায় চলছে জোরদার প্রচার
২৭ মার্চ বাংলায় প্রথম দফার নির্বাচন। ওই দিন ৩০ টি কেন্দ্রে নির্বাচন। সব মিলিয়ে আটদফায় নির্বাচন রাজ্যে। যা নিয়ে জোরদার প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। বিজেপির তরফে রাজ্যে ঋণের পরিমাণ বাড়ার জন্য তৃণমূল সরকারকে দায়ী করা হয়েছে। বিশেষ করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। অন্যদিকে অসমের ১২৭ টি আসনে নির্বাচন হতে চলেছে ৩ দফায়।