কনিষ্ঠতম ভারতীয় হিসেবে অল ইংল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে লক্ষ্য

ভারতের কনিষ্ঠতম শাটলার হিসেবে অল ইংল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন লক্ষ্য সেন। দুঁদে প্রতিপক্ষকে রীতিমতো ঘোল খাইয়ে স্ট্রেট সেটে ম্যাচ জিতলেন ১৯ বছরের তারকা। ইভেন্টের অন্য প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন ভারতের এইচএস প্রণয়। মিক্সড ডবলস ইভেন্টে হেরে গিয়েছেন ভারতের স্বস্তিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও অশ্বিনী পুনাপ্পা।

অল ইংল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের থমাস রউক্সেলের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন লক্ষ্য সেন। প্রথম গেম ২১-১৮ পয়েন্টে জেতেন ১৯ বছরের ভারতীয় শাটলার। দ্বিতীয় গেমেও তাঁরই দাপট অব্যাহত থাকে। ২১-১৭ পয়েন্টে দ্বিতীয় গেম জিতে বার্মিংহামের সুপার ১০০০ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান লক্ষ্য। মার্ক কালজৌ বনাম নট নাগুয়েনের লড়াইয়ে যে জিতবেন, শেষ আটে তাঁর মুখোমুখি হবেন ভারতীয় শাটলার।

অল ইংল্যান্ড ওপেনের অন্য প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন ভারতের এইচএস প্রণয়। বিশ্বের এক নম্বর টেনিস তারকা জাপানের কেনটো মোমোতার বিরুদ্ধে প্রথম গেম ২১-১৫ পয়েন্টে হারেন ভারতীয় শাটলার। দ্বিতীয় গেমেও ঘুরে দাঁড়াতে পারেননি প্রণয়। ২১-১৪ পয়েন্টে ওই গেম হেরে প্রতিযোগিতার বাইরে চলে যান ভারতীয় শাটলার। অন্যদিকে হাই প্রোফাইল টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গেল ভারতের মিক্সড ডবলস পার্টনার স্বস্তিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও অশ্বিনী পুনাপ্পা জুটি।

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

More LAKSHYA SEN News